>পাকিস্তান দলের খেলোয়াড়দের ফিটনেসের প্রতি বেশি মনোযোগী হওয়ার সমালোচনা করেছেন দেশটির সাবেক ওপেনার আমির সোহেল
পাকিস্তান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দল। কিন্তু ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে তারা ধবলধোলাই হয়েছে ৩-০ ব্যবধানে। র্যাঙ্কিংয়ের সাতে থাকা শ্রীলঙ্কার কাছে এমন হার মেনে নিতে পারছেন না দেশটির ক্রিকেটমোদী থেকে সাবেক খেলোয়াড়েরা। আমির সোহেল তো বলেই দিলেন, পাকিস্তানের ক্রিকেটারেরা ক্রিকেট নয়, অলিম্পিক ও রেসলিংয়ের প্রস্তুতি নিচ্ছে।
সাঈদ আনোয়ারের সঙ্গে আমির সোহেলের ওপেনিং জুটি এখনো অনেকের চোখে ভাসে। পাকিস্তানের সাবেক এ ওপেনার সরফরাজ আহমেদের দলের পারফরম্যান্সে বেশ হতাশ। অবশ্য পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে গত এক বছর ধরেই সমালোচনা চলছে। এ সময় তিনটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। ৪৩ বছর বয়সী আমির সোহেল তাই কোনো রাখঢাক রাখেননি। সোজাসাপ্টাই বলেছেন, সরফরাজের দলের খেলোয়াড়দের ক্রিকেটার বলে মনে হয় না।
টুইটারে এ নিয়ে আমির সোহেলের উদ্ধৃতি প্রকাশ করেছেন পাকিস্তানের সংবাদকর্মী সাজ সাদিক। ‘পাকিস্তান ক্রিকেটে এখন আমরা ফিটনেসের প্রতিই বেশি মনোযোগী। দেখে মনে হচ্ছে আমরা ক্রিকেটের চেয়ে অলিম্পিক কিংবা ডব্লিউডব্লিউই রেসলিংয়ের প্রতি বেশি গুরুত্ব দিয়ে খেলোয়াড়দের প্রস্তুত করছি’—বলেন পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট ও ১৫৬ ওয়ানডে খেলা আমির সোহেল।
সাম্প্রতিককালে পাকিস্তান দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পান মিসবাহ-উল হক। বিশ্বকাপের আগে পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় এ দিকটায় গুরুত্ব দিয়েছেন মিসবাহ। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট থেকে জাতীয় দলের ড্রেসিং রুমে তৈলাক্ত খাবার নিষিদ্ধ করেছেন তিনি। গত বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান অধিনায়ক সরফরাজের ফিটনেস নিয়ে প্রচুর রসিকতা চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।