>চারদিকে করোনাভাইরাসের আতঙ্ক। খেলতে গিয়ে এই ভাইরাসের সংক্রমণ যাতে না হয়, এ জন্য অভিনব এক পন্থা বের করেছে ইংল্যান্ড ক্রিকেট দল
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার পর্যন্ত বিশ্বের ৬০টিরও বেশি দেশে ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার এই হার দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলতে আসছে ইংল্যান্ড। কিন্তু খেলতে গিয়ে যাতে করোনাভাইরাসের সংক্রমণ না হয়, সে জন্য বিচিত্র এক পথ বের করেছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ শুরুর আগে লঙ্কান খেলোয়াড়দের সংস্পর্শে না আসার জন্য করমর্দন করবেন না তাঁরা। বরং ‘ফিস্ট বাম্প’ করে পেরেরা-ফার্নান্দোদের সম্মান দেখাবেন রুট-বেয়ারস্টোরা। মুষ্টিবদ্ধ করে আরেকজনের মুঠোয় আলতো করে টোকা দেওয়া আরকি!
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট নিজেই বিষয়টা নিশ্চিত করেছেন। এমনিতেই ইংল্যান্ডের খেলোয়াড়েরা শারীরিক অসুস্থতা ও রোগবালাইয়ের বিষয়গুলো নিয়ে একটু বেশিই সতর্ক থাকেন। তা ছাড়া সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরেও ইংল্যান্ডের বেশ কিছু খেলোয়াড় ফ্লু ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়েছিলেন। তাই সতর্কতা বেড়েছে আরও। জো রুট নিজেও দক্ষিণ আফ্রিকা সফরের বাজে অভিজ্ঞতাকেই কারণ হিসেবে সামনে এনেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের স্কোয়াডের খেলোয়াড়েরা যেসব রোগবালাইয়ের মধ্য দিয়ে গিয়েছে, এরপর থেকে আমরা চাইছি অন্যের সঙ্গে সংস্পর্শের মাত্রাটা একদম কমিয়ে আনতে। আমাদের চিকিৎসক দলও সেই পরামর্শই দিয়েছে। এর মাধ্যমে জীবাণু ও ব্যাকটেরিয়া অনেক কম ছড়াবে বলে আমাদের বিশ্বাস।’
জীবাণু যাতে না ছড়ায়, সে কারণেই করমর্দন করবেন না রুটরা, ‘আমরা একে অন্যের সঙ্গে করমর্দন করছি না। ওটা না করে আমরা “ফিস্ট বাম্প” করব। আমরা নিয়মিত আমাদের হাত ধুচ্ছি, আমাদের ঘরের মেঝে অ্যান্টি-ব্যাকটেরিয়াল কাপড় দিয়ে পরিষ্কার করছি। সঙ্গে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ব্যবস্থাও করা আছে।’
তবে ভাইরাসের ভয়ে সফর বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক, ‘সফর বাতিল হবে, এমন কোনো সম্ভাবনা নেই। আমরা নিয়মিত আমাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। সফর তার সূচি অনুযায়ীই চলবে।’
দুই বছর আগের সফরে শ্রীলঙ্কায় এসে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে গিয়েছিল ইংল্যান্ড। এবারও কি অমন একপেশে সফর হতে যাচ্ছে? রুট মানছেন না সেটা, ‘গতবারের পরিস্থিতির সঙ্গে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত বার আমরা অসাধারণ খেলেছিলাম। সেখান থেকে আমরা এবার অনুপ্রেরণা নেব। ওদের শক্তিমত্তা সম্পর্কে আমাদের ধারণা আছে এবং আমরা তা যথেষ্ট সম্মান করি।’