>নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দলে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক হচ্ছে। অনেকেই বলছেন, শাস্তি কমিয়ে তাঁকে দলে নেওয়াটা বাজে উদাহরণ। এ নিয়ে চলছে নানা বিতর্ক। তামিম ইকবালের আশা, সাব্বির ভবিষ্যতে এমন কিছু করবেন না, যেটি নিয়ে বিতর্ক তৈরি হয়
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি নিয়ে ভালোই বিতর্ক হলো গত কদিনে। তাঁর অন্তর্ভুক্তি স্বাভাবিক নয় বলেই এত বিতর্ক। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কীভাবে এক মাস কমে গেল, সেটির সদুত্তর বিসিবি দিতে পারেনি বলেই সাব্বিরের ফেরা নিয়ে এত আলোচনা-সমালোচনা।
দল ঘোষণার দিনে প্রধান নির্বাচক মিনহাজুল বলেছেন সরাসরি বিষয়টা চাপিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ওপর। কাল চিটাগং ভাইকিংসের ম্যাচের পর রংপুরের শতক হাঁকানো দুই ব্যাটসম্যানের অ্যালেক্স হেলস-রাইলি রুশোর কেউ নন, সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি বিন মুর্তজা। ড্রেসিংরুমে ফেরার পথে রংপুর অধিনায়ক বললেন, ‘যেটা বলা হয়েছে, আমার দাবি মেনে সাব্বিরকে নেওয়া হয়েছে—এটা নিয়েই আজ (কাল) উত্তর দিতে এসেছিলাম। দাবি নয়, তাঁদেরকে (নির্বাচকদের) আমার মতামত জানিয়েছিলাম মাত্র। সেটি নির্বাচকেরা শুনতে পারেন, নাও পারেন। এটা নিয়েই বলতে আজ সংবাদ সম্মেলনে এসেছিলাম। কিন্তু আপনারা কেউই তো এটি নিয়ে প্রশ্ন করলেন না!’
মাশরাফিকে বলা হলো, এক টি-টোয়েন্টি ম্যাচে দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়েছে রংপুর। আর নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার দুদিন পর এই মধ্যরাতে পুরোনো বিষয়টা তোলা প্রাসঙ্গিক হয় কি না, এই সংশয়ে হয়তো কেউ প্রশ্ন করেননি।
সাব্বিরের অন্তর্ভুক্তি নিয়ে যা হওয়ার হয়েছে। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল এখন তাকাতে চান সামনে। তাঁর আশা, সাব্বির ভবিষ্যতে এমন কিছু করবেন না, যেটি নিয়ে এমন বিতর্ক তৈরি হয়, ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে এখন ১৫জনের অংশ। তার প্রতি এটাই শুভকামনা থাকবে যে, অতীতে যে সে ভুলগুলো করেছে আশা করি সেটির পুনরাবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বুঝেছে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি সে (সাব্বির) অন্য মানুষ হয়ে ফিরবে। ওর যে দায়িত্ব আছে, শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সব পালন করবে।’
তামিমের চাওয়াটা এখন সাব্বির পূরণ করুক, এ আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।