রমিজ রাজার স্বপ্নের টুর্নামেন্ট পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) শুরু হওয়ার কথা ১ অক্টোবর থেকে। জুনিয়র ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগ হবে দুই সপ্তাহব্যাপী। প্রতিটি দলের জন্য একজন করে মেন্টর থাকবেন। বেশির ভাগ মেন্টরই পাকিস্তান ও পাকিস্তানের বাইরের সাবেক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টের মেন্টর হিসেবে রাখা হয়েছে কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদকে।
দুই সপ্তাহের টুর্নামেন্টের জন্য একেকজন মেন্টরকে সম্মানী দেওয়া হবে ৫০ হাজার ডলার করে। পাকিস্তানের মুদ্রায় যেটা এক কোটি রুপি। আর বাংলাদেশি টাকার হিসাবে তা প্রায় ৪৫ লাখ। টুর্নামেন্টের মেন্টর জাভেদ মিয়াঁদাদের বাইরে এখন পর্যন্ত তিনটি দলের মেন্টর খুঁজে পেয়েছে পিসিবি। সেই তিনজনের দুজন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। আরেকজন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।
পিজেএলের বাকি দলের জন্য মেন্টর খুঁজছে পিসিবি। তিনিও একই পরিমাণ অর্থ পাবেন। পিসিবির মিডিয়া পরিচালক সামি উল হাসান, মেন্টরদের দেওয়া অর্থের বিষয়টি শুধু পিসিবি ও মেন্টরদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এ বিষয়ে এর বাইরে কোনো মন্তব্য করতে চাননি সামি।
পিসিবির চেয়ারম্যান রমিজ যখন প্রথম টুর্নামেন্টটির পরিকল্পনা করেন, তখন বলেছিলেন যে প্রতিটি দলের জন্য একেকজন কিংবদন্তি ক্রিকেটারকে মেন্টর করা হবে। এর সঙ্গে তিনি পাদটীকা হিসেবে যোগ করেছিলেন, প্রতিজন মেন্টরই হবেন পাকিস্তান ও পাকিস্তানের বাইরের একেকজন কিংবদন্তি ক্রিকেটার।
তবে সামনেই টি–টোয়েন্টি বিশ্বকাপ বলে বিদেশি মেন্টের সে অর্থে খুঁজে পাচ্ছে না পিসিবি। মেন্টর হিসেবে কাজ করার সঙ্গে মিয়াঁদাদ, আফ্রিদি, মালিক ও স্যামিরা টুর্নামেন্টটির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করবেন। এ ছাড়া তাঁরা টুর্নামেন্টজুড়ে তরুণ ক্রিকেটারদের নানাভাবে সাহায্য করবেন।