টানা ২৬ ওয়ানডে জেতার পর অবশেষে হেরেছে অস্ট্রেলিয়া
টানা ২৬ ওয়ানডে জেতার পর অবশেষে হেরেছে অস্ট্রেলিয়া

৩ বছর ও ২৬ ম্যাচের পর অবশেষে হারল অস্ট্রেলিয়া

রেকর্ডটা ভাঙতে পারত আগের ম্যাচেই। তবে শেষ বলের নাটকের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে টানা জয়ের রেকর্ডটা ২৬-এ নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার মেয়েরা। নাটক হলো আজও, তবে এবার থামতে হলো অস্ট্রেলিয়াকে। ২০১৭ সালের ২৯ অক্টোবরের পর অবশেষে আরেকটা ওয়ানডে হারল তারা। ম্যাকেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে হারাতে রান তাড়া করে জেতার নিজেদের রেকর্ডটা নতুন করে গড়েছে মিতালি রাজের দল।

২৬৪ রান তাড়া করতে নামা ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ১১তম ওভারে অ্যাশলি গার্ডনারের বলে মান্ধানা ক্যাচ দিয়ে ফেরার আগে ওপেনিং জুটিতে উঠেছে ৫৯ রান। ২য় উইকেটে যস্টিকা ভাটিয়ার সঙ্গে ভার্মার জুটিতে ওঠে আরও ৯৯ রান। সোফি মলিনিউর বলে বোল্ড হওয়ার আগে ভার্মা ৯১ বলে করেছেন ৫৬ রান, মেরেছেন ৭টি চার।

৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন ঝুলন গোস্বামী

ঠিক পরের ওভারেই অ্যানাবেল সাদারল্যান্ডের বলে রিচা ঘোষ শূন্যতেই ক্যাচ দিয়েছেন। এরপর অধিনায়ক মিতালি রাজ ও পূজা ভাস্ত্রাকারের উইকেটও নিয়েছেন সাদারল্যান্ড। সে সময় ৪৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। ভাস্ত্রাকার ও রাজের আগে ৬৯ বলে ৬৪ রান করে ফিরেছেন ভাটিয়াও।

ভারতকে এরপর অনেকখানি এগিয়ে নেওয়ার কাজটা করেছেন সাতে নামা দীপ্তি শর্মা ও আটে নামা স্নেহ রানা। শর্মা ৩১ রান করেছেন ৩০ বলে, রানার ৩০ রান করতে দরকার হয়েছে মাত্র ২৭ বল। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি দুজনের কেউই।

শেষ ৪ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২৪ রান। ৪৭তম ওভারে রানার টানা ৩ চারে ১৪ রান উঠলেও পরের ২ ওভারে এসেছে মাত্র ৬ রান, ফিরেছেন রানাও। শেষ ওভারে ভারতের দরকার ছিল ৪ রান। প্রথম ২ বলে একটা সিঙ্গেল এলেও তৃতীয় বলে মলিনিউকে চার মেরে ভারতের রেকর্ড জয় নিশ্চিত করেছেন ঝুলন গোস্বামী। এর আগে ওয়ানডেতে ভারত সর্বোচ্চ ২৪৭ রান তাড়া করে জিতেছিল ২০১৯ সালের অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আগের ম্যাচে গোস্বামীর করা নাটকীয় শেষ ওভারের শেষ বলে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। দিনটা অবশ্য নিজের করে নিয়েছেন ভারতের ৩৮ বছর বয়সী এই পেসারই। ব্যাটিংয়ে শেষ দিকে গুরুত্বপূর্ণ অবদান রাখার আগে বোলিংয়ে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এ পেসার। আজ আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ২৬৪ রান তুলেছিল আগের ম্যাচের নায়ক বেথ মুনির ৫২, গার্ডনারের ৬৭ ও টালিয়া ম্যাকগ্রার ৪৭ রানের ইনিংসে ভর করে।

৫২ রান করেছেন বেথ মুনি

গোস্বামীর তোপে ৮৭ রানেই প্রথম ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩ রান করা র‍্যাচেল হেইনসের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ লেনিংকে শূন্যতেই ফিরিয়েছেন গোস্বামী। এরপর অ্যালিসা হিলি রানআউট হয়েছেন ৩৫ রান করে। এলিস পেরি ভাস্ত্রাকারের বলে ক্যাচ দেওয়ার আগে করেছেন ২৬ রান।

পঞ্চম উইকেটে মুনি ও গার্ডনার যোগ করেন ৯৮ রান। রানার বলে মুনি বোল্ড হয়ে ফিরলে ভাঙে সে জুটি। এরপর গার্ডনারের সঙ্গে ৩৯ ও নিকোলা ক্যারির সঙ্গে ৪৬ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে ২৫০ পার করান ম্যাকগ্রা।

অস্ট্রেলিয়াকে অবশ্য ভারত আটকাতে পারত আরও আগেই। অন্তত ৪টা সহজ ক্যাচ ফেলেছে ভারত। মিসফিল্ডের মাশুল হিসেবে গুনেছে আরও ১৫ রান। তবু প্রায় ৩ বছর ধরে টানা জয়ের রেকর্ডটা ধরে রাখা সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার।