২ কোটি রুপির হাতছানি উপেক্ষা করছেন জেসন রয়
২ কোটি রুপির হাতছানি উপেক্ষা করছেন জেসন রয়

২ কোটি পাবেন, তারপরও কেন আইপিএল ছাড়লেন জেসন রয়

এবারের আইপিএলে দুই কোটি রুপিতে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয়কে কিনেছিল নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। কিন্তু তিনি মঙ্গলবার জানিয়ে দিলেন, আইপিএলে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। ক্রিকেটাররা যেখানে আইপিএলের হাতছানি উপেক্ষা করতে পারেন না, সেখানে জেসন দুই কোটি রুপিতে বিক্রি হওয়া সত্ত্বেও কেন আইপিএল খেলবেন না?

পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতেই আইপিএল হাতছানি উপেক্ষা করছেন জেসন রয়। তিনি মঙ্গলবার টুইটারে বলেছেন, ‘আমি ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এ বছরের আইপিএল থেকে আমি নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখা ও নিলামে আমাকে বেছে নেওয়ার জন্য আমি গুজরাট টাইটানসের ম্যানেজমেন্ট ও অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ধন্যবাদ জানাই।’

দুই বছর ধরে বিশ্বব্যাপী করোনা অতিমারির প্রভাবটাই আসলে পড়েছে জেসন রয়ের ওপর। জৈব সুরক্ষাবলয়ে থাকতে হচ্ছে পেশাদার ক্রীড়াবিদদের। এভাবেই হয়তো আরও কিছুদিন খেলতে হবে তাঁদের। কিন্তু ব্যাপারটি সবার জন্যই মানসিক চাপ তৈরি করেছে। মূলত জৈব সুরক্ষাবলয়ে দিনের পর দিন থাকার চাপ এড়িয়ে যেতেই দুই কোটি রুপির ডাকে সাড়া দিচ্ছেন না ইংলিশ ব্যাটসম্যান।

আইপিএল থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরে দাঁড়ালেন জেসন রয়। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নিয়েছিল দেড় কোটি রুপিতে। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি তখন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন।সম্প্রতি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে দুর্দান্ত খেলেছেন রয়। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে ছয়টি ম্যাচ খেলে একটি শতক ও দুটি অর্ধশতক রানের ইনিংস খেলেন।

টুইটারে সেটিও বলেছেন জেসন রয়, ‘তিন বছর ধরে যা কিছু ঘটছে বিশ্বব্যাপী, তার একটা প্রভাব পড়েছে আমার ওপর। আমি এ মুহূর্তে পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছি। পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি, নিজের নানা কাজে কাটছে দিন। পরিবারের সঙ্গে সময় কাটানোর ব্যাপারটিই আমার বড় প্রাপ্তি। সামনে খেলার আরও ঠাসা সূচি থাকবে।’

জেসন রয়ের সরে দাঁড়ানোটা আইপিএলে এবারই প্রথম যোগ দেওয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাটের জন্য বড় এক ধাক্কায় জেসন রয়ের মতো একজন মারকুটে ব্যাটসম্যানকে দুই কোটি রুপিতে কিনে নিয়ে বাজিমাতই করেছিল তারা। এখন তিনি সরে দাঁড়ানোয় বিকল্প খুঁজতে হবে গুজরাটকে। ইংলিশ ক্রিকেটারও গুজরাটকে তাঁর অবস্থাটা অনুধাবন ও সমর্থনের অনুরোধ জানিয়েছেন, ‘আমি টাইটানসদের প্রতিটি খেলা দেখব। তারা যেন প্রথম বছরই আইপিএল ট্রফি জেতে, সে জন্য সমর্থন জানিয়ে যাব। আমাকে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি আশা করি, সবাই আমার সিদ্ধান্তটি সমর্থন ও সম্মান করবেন।’

পরিবারের সঙ্গে সময় কাটাতে চান জেসন রয়

আইপিএল থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরে দাঁড়ালেন জেসন রয়। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নিয়েছিল দেড় কোটি রুপিতে। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি তখন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন।

সম্প্রতি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে দুর্দান্ত খেলেছেন রয়। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে ছয়টি ম্যাচ খেলে একটি শতক ও দুটি অর্ধশতক রানের ইনিংস খেলেন।