বড় ধাক্কা খেয়ে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ফিরে আসার পর যে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে, সেটা কে জানত!
প্রবীন জয়াবিক্রমার বলে এলবিডব্লু হয়ে মুশফিকুর রহিম ফিরে যান বাংলাদেশের ইনিংসের ৬২তম ওভারের চতুর্থ বলে। এর পরই চা বিরতি ঘোষনা করা হয়।
কিন্তু ফিরে আসার পর সেই ধাক্কা সামাল দেওয়ার বদলে আরও বড় চাপে পরে বাংলাদেশ। ৬৫ তম ওভারের পঞ্চম বলেই রমেশ মেন্ডিসের বলে এলবিডব্লু হয়ে যান মুমিনুল হক। হাফ সেঞ্চুরি থেকে তখন বাংলাদেশ অধিনায়ক মাত্র ১ রান দূরে।
পরের ওভারের তৃতীয় বলেই জয়াবিক্রমার চতুর্থ শিকারে পরিনত হন লিটন দাসও। স্লিপে থিরিমান্নের হাতে ক্যাচ দেন লিটন। ৩ উইকেটে ২১৪ রান থেকে ১০ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ৬ উইকেটে ২২৪ হয়ে যায় বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজও (১৬) ফিরে গেছেন জয়াবিক্রমার বলে এলবিডব্লু হয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৪১। ফলোঅন এড়াতে আরও ৫৩ রান দূরে বাংলাদেশ। শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষনা করে।