>
বিপিএলে আজ প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস
কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক স্টিভ স্মিথ। আর সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। বিপিএলে এই দুই দলের লড়াইয়ের মোড়কে দ্বৈরথটি যেন দুই অস্ট্রেলিয়ানের—স্মিথ ও ওয়ার্নার। মাঠে নামার আগে মুদ্রা নিক্ষেপের লড়াইয়ে স্মিথের কাছে হেরেছেন ওয়ার্নার। অর্থাৎ টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কুমিল্লা অধিনায়ক স্মিথ।
কুমিল্লা দলে স্মিথ ছাড়াও রয়েছেন শহীদ আফ্রিদি, এভিন লুইস ও শোয়েব মালিকের মতো তিন বিদেশি ক্রিকেটার। টসের সময় এই তিনজনের খেলা নিশ্চিত করেছেন স্মিথ। সিলেটের হয়ে এই ম্যাচে ওয়ার্নার ছাড়াও বিদেশি হিসেবে মাঠে নামছেন নিকোলাস পুরান, মোহাম্মদ ইরফান ও সন্দীপ লামিচাঁনে। বিপিএলে এটাই প্রথম ম্যাচ স্মিথ ও ওয়ার্নারের। গত মার্চে কেপ টাউনে বল টেম্পারিংয়ে নিষেধাজ্ঞায় সঙ্গী দুজনের এই টুর্নামেন্টে অভিষেক ঘটছে পরস্পরের বিপরীতে।