অনেকের মতেই, নতুন শতাব্দীতে ভারতীয় ক্রিকেটের জাগরণ শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলীর হাত ধরে।সৌরভের অধিনায়কত্বেই হার-না-মানা মানসিকতার ভিত গড়া হয়। সৌরভের গড়ে দেওয়া ভিত্তির ওপরেই সাফল্যচূড়া বানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।
সৌরভের কাছ থেকে ধোনির হাত ঘুরে অধিনায়কত্বের ব্যাটন এখন কোহলির হাতে। নেতৃত্বের পালাবদল হলেও গাঙ্গুলী দলের মধ্যে যে মানসিকতা তৈরি করে গিয়েছিলেন তা এখনও টিকে আছে সগৌরবে। বর্তমান অধিনায়ক কোহলি আর সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর মধ্যে বেশ মিল আছে বলে মনে করেন ভারতের সাবেক পেস তারকা ইরফান পাঠান।
মাঠের মধ্যে আগ্রাসন, আবেগ প্রদর্শন করা, আক্রমণাত্মক মানসিকতায় গাঙ্গুলীর সঙ্গে কোহলির মিল থাকলেও ইরফান পাঠানের চোখে দুজনের আরেকটা মিল ধরা পড়েছে। সেটা হলো দুজনেই তরুণদের সুযোগ দেওয়ায় অগ্রণী।
দুজনই তরুণ ক্রিকেটারদের গড়ে ওঠায় অনেক সাহায্য করেন বলে মনে করেন পাঠান ভাইদের ছোটজন, 'কোহলির সঙ্গে গাঙ্গুলীর অনেক মিল। ও এমন একজন অধিনায়ক যে তরুণদের অনেক সমর্থন দেয়। প্রতিভার কদর করতে জানে। একই জিনিস আমরা সৌরভ গাঙ্গুলীর মধ্যে দেখতাম।'
উদাহরণ দিতে গিয়ে পাঠান টেনে এনেছেন ঋষভ পন্তের কথা। স্টার স্পোর্টসের চ্যাট শো ক্রিকেট কানেক্টেডে এসে পাঠান বলেছেন, 'আমরা এর মধ্যেই কোহলি তারুণ্যপ্রীতি ঋষভ পন্তের ক্ষেত্রে দেখেছি। সেটা আমরা বিভিন্ন সংবাদ সম্মেলনেই দেখেছি। সংবাদ সম্মেলনে ঋষভ পন্তের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেই কোহলি বলে উঠেছে, 'না, পন্তের মতো প্রতিভাধর খেলোয়াড়কে অবশ্যই সমর্থন করতে হবে। ওর পাশে দাঁড়াতে হবে।'