>বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চার জাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন। এর সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে নিয়ে প্রতি বছর চার জাতি টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সংস্থাটির সভাপতি সৌরভ গাঙ্গুলী দুদিন আগে জানিয়েছেন নতুন এই টুর্নামেন্টের কথা। চার জাতি সিরিজের চতুর্থ দলটি কারা হবে তা এখনো জানা যায়নি। সৌরভের এ প্রস্তাবের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর ভাষায়, এ পরিকল্পনা অতীতের ‘তিন মোড়ল’ তত্ত্বের মতোই ‘ফ্লপ’ করবে।
আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) বাইরে গিয়ে প্রতি বছর চার জাতির ‘সুপার সিরিজ’ আয়োজন করতে চায় এ তিন দেশের ধনী ক্রিকেট বোর্ড। এ টুর্নামেন্টের আয়োজক দেশ ঘুরে ফিরে ক্রিকেটের ‘তিন মোড়ল’খ্যাত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াই। তিনটি শীর্ষ দেশের নতুন এ পরিকল্পনা স্পষ্টই এফটিপির সঙ্গে সাংঘর্ষিক। আইসিসি ২০২৩ থেকে ২০৩১-এই আট বছরের জন্য নতুন এফটিপি প্রণয়ন করেছে কিছুদিন আগে। সেখানে প্রতিবছরই একটি করে ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ৫০ ওভারের ওই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবে বিরোধিতা করেছিল।
পাকিস্তানের হয়ে ৩৭ টেস্ট ও ১৬৬ ওয়ানডে খেলা সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ ইউটিউব ভিডিওতে বলেন, ‘চারটি দেশ এ সিরিজ খেলে বাকি সদস্য দেশগুলোকে বিচ্ছিন্ন করতে চায়, যেটি ভালো খবর না। কিন্তু আমি মনে করি এ পরিকল্পনা তিন মোড়ল নীতির মতোই ব্যর্থ হবে, যা কয়েক বছর আগে প্রবর্তন করা হয়েছিল।’
এর আগে বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে নিয়ে ইংল্যান্ড সফর গিয়েছিলেন সৌরভ। সেখানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বৈঠক করেছেন বিসিসিআই সভাপতি। সেখান থেকে ফিরেই সুপার সিরিজের খবর দিয়েছেন সৌরভ, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও আরেকটি শীর্ষ দল নিয়ে সুপার সিরিজ হবে। যেটি শুরু হবে ২০২১ সালে। টুর্নামেন্টের প্রথম আসরটি বসবে ভারতে।’ ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে চার জাতির টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব উঠেছে। এটি এগিয়ে নেওয়া যায় কি না, সে ব্যাপারে আইসিসির সঙ্গে আলোচনা করতে আমরা প্রস্তুত।’