>বিপিএলে সৌম্যর যেন কী হয়েছে, এখনো তাঁর ব্যাট হাসেনি। ৬ ম্যাচে তাঁর রান ৩৮। বাঁহাতি ব্যাটসম্যানের ফর্ম ভাবালেও নিউজিল্যান্ড সফরে সৌম্যকে দলে রেখেছেন নির্বাচকেরা।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে সুযোগ পেয়েই করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সেটির পুনরাবৃত্তি না হলেও খুব একটা খারাপ করেননি। তবে বিপিএলে সৌম্যর যেন কী হয়েছে, এখনো তাঁর ব্যাট হাসেনি। ৬ ম্যাচে তাঁর রান ৩৮। রানখরায় ভুগছেন বলে রাজশাহী কিংসের একাদশে সুযোগ পাননি দুই ম্যাচ।
বিপিএলে সাব্বিরের একটা ইনিংস যদি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক কিংবা নির্বাচকদের বিশেষ নজর কাড়ে, একই টুর্নামেন্টে সৌম্যর রানখরাকে কীভাবে দেখছেন তাঁরা? ২০ ওভারের ক্রিকেটে ফর্মটা যেমনই যাক, টিম ম্যানেজমেন্ট অবশ্য সৌম্যর ওপরই আস্থা রাখছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ওয়ানডেতে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের যে সামর্থ্য, তাতে ভরসা রাখাই যায়, ‘সৌম্য সরকারের বর্তমান পারফরম্যান্স আমাদের নাড়া দিয়েছে, এটা সত্যি কথা। তারপরও ওর একটা সামর্থ্য আছে বাউন্সি উইকেট ভালো খেলার। যেহেতু ৫০ ওভারের ম্যাচ। এ কারণে তার প্রতি টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে।’
ওয়ানডের কথায় যদি বলা হয়, জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল কায়েস তো দুর্দান্ত খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন বলেই তাঁকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো দল থেকে? নিউজিল্যান্ড সফরে সুযোগ না পেয়ে ইমরুলের মন খারাপ হলেও তিনি সান্ত্বনা পেতে পারেন মিনহাজুলের কথা শুনে, ‘বর্তমান ফর্ম আর নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় ইমরুলকে চিন্তা করা হয়নি। তবে আমরা বিশ্বকাপের কথা চিন্তা করে যে ৩২জনের দল করেছি সেখানে তাকে রেখেছি। তাকে চোখের আড়াল করা হচ্ছে না। এই ওয়ানডে দলের বাইরে যারা থাকবে তাদেরও প্রস্তুত করা হবে। সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, পরে বিশ্বকাপ আছে। প্রতিটি খেলোয়াড় নজরে আছে।’