>বগুড়ায় জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিসের হয়ে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ। ভারত সফরের আগে এ সেঞ্চুরি তাঁকে আত্মবিশ্বাস জোগাবে
অপেক্ষা ছিল মাত্র ৫ রানের। পেয়ে গেলেন তা আজ সকালেই। মাহমুদউল্লাহ তাঁর নামের পাশে লেখালেন সেঞ্চুরি। ভারত সফরের আগে এ সেঞ্চুরি তো মাহমুদউল্লাহর প্রস্তুতিরই অংশ। নভেম্বরে ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট।
মিরপুরে জাতীয় লিগের প্রথম রাউন্ডে করেছিলেন ৬৩ । বগুড়ায় সিলেটের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসেও আউট হয়েছেন ঠিক ৬৩ রানেই। তবে দ্বিতীয় ইনিংসে লম্বা ইনিংস খেলার কাজ অনেকটা সেরেছিলেন কালই। ৯৫ রানে অপরাজিত ছিলেন ঢাকা মেট্রোপলিসের এ ব্যাটসম্যান। চার দিনের এ ম্যাচে আজ শেষ দিনে সকালের সেশনে সেঞ্চুরি তুলে নিতে মোটেও কষ্ট হয়নি মাহমুদউল্লাহর। টেস্ট ক্রিকেটের বাইরে ঘরোয়া প্রথম শ্রেণিতে চার বছর পর সেঞ্চুরি পেলেন মাহমুদউল্লাহ।
জাতীয় লিগে এই ঢাকা মেট্রোপলিসের হয়েই ২০১৫ সালে খুলনা বিভাগের বিপক্ষে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপর ঘরোয়া প্রথম শ্রেণিতে খুব কম ম্যাচ খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মাহমুদউল্লাহর ১২তম সেঞ্চুরি। প্রথম ইনিংসের ফিফটি (৬৩) দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন মাহমুদউল্লাহ। এ ম্যাচে মাঠে নামার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান ছিল ৫৯৮৯।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১১ রানে ব্যাট করছিলেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৫ রান তুলেছে ঢাকা মেট্রোপলিস (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। প্রথম ইনিংসে ২৪৬ রান তুলেছিল ঢাকা মেট্রোপলিস। সিলেট বিভাগ প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়।