ক্যাচ ফেলেছেন হাসান
ক্যাচ ফেলেছেন হাসান

বলছেন বাবর

সেই ক্যাচ ছাড়াতেই হেরেছে পাকিস্তান

দুবাইয়ে আজ অদ্ভুত এক ম্যাচ হলো। ম্যাচের প্রথম ইনিংস শেষে দুজনকে ম্যাচ সেরার দৌড়ে রাখা হচ্ছিল। মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভার পর্যন্ত সে তালিকায় যোগ দিলেন আরও একজন। লেগ স্পিনার শাদাব খান। কিন্তু ম্যাচ শেষ হতেই দেখা গেল, ম্যাচ সেরার পুরস্কার অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের কাছে।

তবে এ ম্যাচের রূপ বদলে দেওয়ার কাজটা আরেকজন করেছেন আজ। ম্যাচ শেষে বাবর আজমও সে ঘটনার কথাই বললেন। ১৯তম ওভারে ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলেছেন হাসান আলী। প্রাথমিক প্রতিক্রিয়ায় সে ক্যাচ হাতছাড়ার কথাই তুললেন পাকিস্তান অধিনায়ক।

সেই মুহূর্ত

আজ শেষ ৫ ওভারে ৬২ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ম্যাচটা পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ধীরে ধীরে। ১৬তম ওভারে এসেছে ১২ রান। পরের ওভারে এসেছে ১৩ রান। ১৮তম ওভারে অস্ট্রেলিয়া তুলে নিয়েছে ১৫ রান। শেষ দুই ওভারে দরকার ছিল ২২ রান। এর মধ্যে এক ওভার ছিল শাহিন শাহ আফ্রিদির। আগের ৩ ওভারে শুধু ১৪ রান দিয়েছেন বলেই নয়। আজ যেমন বল করছিলেন শাহিন, তাতে অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য অন্য কোনো বোলারই হওয়ার কথা ছিল।

চোট পেয়েছিলেন হাসান আলী

প্রথম দুই বল থেকে মাত্র দুই রান এসেছিল। চাপের মধ্যে থাকা ম্যাথু ওয়েড আকাশে বল তুলে দিয়েছিলেন। ডিপ মিডউইকেটে সহজ সে ক্যাচ ধরতে পারেননি হাসান আলী। কোথায় আউট হয়ে ফিরে যাবেন ওয়েড, উল্টো পেয়ে গেলেন দুই রান। পরের তিন বলে টানা তিন ছক্কা মেরে ম্যাচই শেষ করে দিলেন ওয়েড।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাবর আজম বলেছেন, ‘ম্যাচ ঘুরিয়ে দিয়েছে ম্যাথু ওয়েডের সেই ক্যাচ ফেলা। ওই সময় নতুন এক ব্যাটসম্যান এলে ভিন্ন একটা পরিস্থিতি সৃষ্টি হলো। হয়তো ভিন্ন ফলও হতো। একজন খেলোয়াড় হিসেবে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে এবং যে সুযোগ আসে সেটা নিতে হবে।’