অনুশীলনেই তাণ্ডব তুললেন উইল জ্যাকস
অনুশীলনেই তাণ্ডব তুললেন উইল জ্যাকস

বিপিএল

সিলেটে জ্যাকস–ওয়ালটনের তাণ্ডব, ভাঙল কাচ, আহত ভেন্যু ম্যানেজার

তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলনের শেষ পর্ব চলছিল। কিছুক্ষণ চার-ছক্কার অনুশীলন করে ক্রিকেটারদের হোটেলে ফিরে যাওয়ার কথা। তার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম কাঁপিয়ে দিলেন চ্যালেঞ্জার্স দলের দুই বিদেশি উইল জ্যাকস ও চ্যাডউইক ওয়ালটন। একাডেমি মাঠ থেকে ছক্কা মেরে একজন ভাঙলেন প্রেক্স বক্সের কাচ, আরেকজন আহত করলেন সিলেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দেব দাসকে।

এবারের বিপিএলের শুরু থেকেই দারুণ ফর্মে আছে চট্টগ্রামের উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাকস। ৮ ম্যাচ খেলে ২৮০ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৩৫ গড়ে ও ১৫৮ স্ট্রাইক রেটে রান তোলা জ্যাকসকে এখন পর্যন্ত এবারের বিপিএলের সেরা ব্যাটসম্যান বলাই যায়। এই বিপিএলের সবচেয়ে বেশি ১৪টি ছক্কার মালিকও এই ইংলিশ। বিস্ফোরক এই ব্যাটসম্যান আজ অনুশীলনেও দেখালেন তাঁর পেশির জোর।

জ্যাকসের মারমুখী শটের অনুশীলনে ক্ষতিগ্রস্ত প্রেসবক্সের কাচ
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম দলের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের বলে ক্রিজ থেকে বেরিয়ে সজোরে ব্যাট চালালেন জ্যাকস। বলটি একাডেমি মাঠের ড্রেসিংরুমের ছাদ পেরিয়ে যায় মূল স্টেডিয়ামের প্রেস বক্সের দিকে। বিশাল ছক্কাটি এক বাউন্সে গিয়ে ভাঙে প্রেস বক্সের কাচ। ঘটনাটি কিছুটা চাঞ্চল্যেরও সৃষ্টি করে।

এ ঘটনার কিছুক্ষণ আগে জ্যাকসের একটি ছক্কা উড়ে এসে লাগে মিডিয়া সেন্টারের ছাদে থাকা একটি টিভি ক্যামেরার ট্রাইপডে। সে যাত্রায় অবশ্য কেউ আঘাত পায়নি।

কিছুক্ষণ পর পাশের নেট থেকে আরও একটি বিশাল ছক্কা মারেন চট্টগ্রামের ক্যারিবীয় ব্যাটসম্যান ওয়ালটন। তাঁর ছক্কাটি এসে লাগে ভেন্যু ম্যানেজার জয়দেবের হাতে। বলের আঘাতে ব্যথাও পেয়েছেন তিনি।