>সিলেটের গতবারের অধিনায়ক নাসির একাদশে জায়গা পাচ্ছে না। সিলেটে ৪টি গুরুত্বপূর্ণ ম্যাচ। এসব ম্যাচে সাইডবেঞ্চেও থাকবে না! দল যে তাঁকে সিলেটেই আনেনি
সিলেট সিক্সার্স চলে এসেছে তাদের ‘উঠানে’। শুরু করেছে অনুশীলন। কাল সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ঘরের মাঠে তাদের অভিযান। অথচ দলের সঙ্গে নেই নাসির হোসেন, গত বিপিএলে সিলেটকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন।
নাসির বিপিএলে এখনো পর্যন্ত খেলেছেন দুটি ম্যাচে। দুই ম্যাচে তাঁর রান ৪। নাসিরের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নয় সিলেট টিম ম্যানেজমেন্ট। এই পারফরম্যান্স দলের একাদশে ঠাঁই পাওয়া তাঁর কঠিনই। যেহেতু দেশের তারকা ক্রিকেটার, সাইড বেঞ্চে তাঁকে বসিয়ে রাখাটাও দৃষ্টিকটু দেখায় বলে নাসিরকে কদিনের ছুটি দেওয়া হয়েছে বলে জানালেন সিলেট দলের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম, ‘আপনারা জানেন নাসির কদিন আগে চোট থেকে ফিরেছে। মানিয়ে নিতে তার সময় লাগা খুব স্বাভাবিক। এখন সে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাঁকে একাদশে অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের। আর একাদশে না থাকলে সাইডবেঞ্চে থাকতে হবে। এ মানের একজন খেলোয়াড় সাইডবেঞ্চে বসে থাকাটা তাঁর জন্য যেমন অস্বস্তির, দলের জন্যও। আমরা একটু সময় দিচ্ছি। সে যেন নিজেকে সময় দেয়। আবার আমরা যখন ঢাকায় ফিরব সে দলে যোগ দেবে।’
একাদশে সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই বলে দলের সঙ্গে থাকা যাবে না? বরং দলের সঙ্গে থাকলেই তো নিজেকে ফিরে পাওয়ার অনেক উপায় খুঁজে পাওয়া যায়। সবচেয়ে বড় কথা দলের সঙ্গে থেকে যে অনুশীলন ও অন্যান্য সুবিধা পাবেন, সেটি কি আর অন্য কোথাও পাবেন? তামজিদুল অবশ্য বলছেন, দলের এই সিদ্ধান্তে নাসির কোনো আপত্তি করেননি, ‘সে কোনো আপত্তি করেনি। সে নিজেও বুঝেছে একটা বিরতি দরকার। আর আপত্তি তখনই জানানো যায় যখন আপনি শক্ত অবস্থানে থাকবেন।’
২ পয়েন্ট নিয়ে তালিকায় ছয়ে আছে সিলেট। ঘরের মাঠে চার ম্যাচে দুর্দান্ত কিছু করে যদি তাদের ভাগ্য বদলায়!