কোভিড-১৯ রোগে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা আজ সন্ধ্যায় বুকের এক্সরে করাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন । তবে হাসপাতাল থেকেই মাশরাফি প্রথম আলোকে জানিয়েছেন, তিনি ভালো আছেন। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় সাবধানতা অবলম্বন করতেই এক্সরে করানো।
মাশরাফির হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে কিছু গুজবও ছড়িয়েছে আজ সারাদিন। এসব খবরে ভক্ত-সমর্থকেরা যেন বিভ্রান্ত না হন, সেজন্য বিকেলে তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, 'কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।' সেই পরীক্ষা করতেই বিকেলে সিএমএইচে গেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই অবস্থান করছিলেন। পরীক্ষা শেষে তাঁর আবার মিরপুরের বাসায় ফেরার কথা।
কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকে মাশরাফির চিকিৎসা বাসাতেই চলছে। তাঁকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। নিয়মিত খোঁজখবর রাখছেন বিসিবির চিকিৎসকেরাও। চিকিৎসকদের কাছে মাশরাফি নিজের পুরোনো শ্বাসকষ্টের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মাশরাফি জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। তিনিও মানসিকভাবে যথেষ্ট আত্মবিশ্বাসী আছেন।