>শৃঙ্খলাভঙ্গের অপরাধে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির। নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে। বিপিএলে মাশরাফির রংপুরের বিপক্ষে ৮৫ রানের ইনিংস আলোচনাতেও ফিরিয়ে এনেছে
খেলছেন বিপিএল কিন্তু ভাবনায় নিউজিল্যান্ড সফর। সাব্বির রহমানের ভাবনায় সেটি তো আরও বেশি কাজ করার কথা। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে। সামনে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। সাব্বিরের লক্ষ্য, এ সফর দিয়ে জাতীয় দলে ফেরা। কিন্তু তিনি পারবেন ফিরতে?
টুর্নামেন্টে এখন পর্যন্ত বলার মতো সাব্বির একটাই ইনিংস খেলেছেন, সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫১ বলে ৮৫। এই ইনিংসটা দেখে বেশ মুগ্ধ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি। আজ ম্যাচ শেষে বিপিএলের চেয়ে জাতীয় দল নিয়েই বেশি কথা বলতে হলো। সাব্বিরের প্রসঙ্গও এল। মাশরাফি বললেন, ‘এখনো বলার মতো কিছু নয়। তবে শেষ ম্যাচে আমাদের বিপক্ষে যে ইনিংসটা খেলেছে, ওর যে সামর্থ্য আছে এ ধরনের ক্রিকেট খেলার, ওর কাছে আসলে অনেক আশা। আশা করি এটা সে ধরে রাখবে।’
দীর্ঘদিন ধরে সাত নম্বর ব্যাটিং পজিশন নিয়ে যে ধাঁধা তৈরি হয়েছে, সেটির উত্তর মেলাতে পারেনি বাংলাদেশ। এই চেষ্টা অনেক দিন সাব্বিরকে দিয়েও করানো হয়েছে। মাঝে মোসাদ্দেক হোসেন, আরিফুল, সাইফউদ্দীনকে দিয়ে চেষ্টা করা হয়েছে। তবে আজ অধিনায়ক-নির্বাচকদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল, আবারও সাব্বিরেই আস্থা রাখতে চান তাঁরা। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের কন্ডিশনে ন্যাড়া উইকেটে হাই স্কোরিং ম্যাচে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান খুব দরকার, যে ৪-৫ ওভারে দলকে দুদ্দাড় পিটিয়ে একটা ভালো স্কোর এনে দেবেন। আর সেই চাহিদা পূরণে সাব্বিরকেই বেশি উপযুক্ত মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের।
গত সেপ্টেম্বরে শৃঙ্খলাভঙ্গের অপরাধে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে খুব একটা ছন্দে ছিলেন না। কিন্তু বিপিএলে মাশরাফির বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলেই যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন। তবে এই ইনিংস দিয়েই যে সাব্বির ফিরবেন, সেটি নিশ্চিত করে বলতে চান না মাশরাফি। কিন্তু তাঁদের ভাবনায় যে সাব্বির আছেন সেটা পরিষ্কার, ‘টপ অর্ডার থেকে ছয় নম্বর পর্যন্ত দেখেন, মনে হয় না বড় কোনো পরিবর্তনের সুযোগ আছে। হয়তো অতিরিক্ত বোলার, দুজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে গেলে ওদের সুযোগ থাকতে পারে। এখানে অতিরিক্ত ব্যাটসম্যানের ক্ষেত্রে সাব্বির আছে, মোসাদ্দেক আছে। ওদের মধ্যে যে ভালো করবে তার সুযোগ বাড়বে।’
সৌম্য সরকার কিংবা মুমিনুল হকের মতো ক্রিকেটারের ফর্ম হারিয়ে ফেলাটা কীভাবে দেখছেন মাশরাফি? বিপিএলে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেননি এই দুই তারকা। দুজন তো রাজশাহী কিংসের একাদশ থেকেও বাদ পড়েছেন। মাশরাফি বললেন, ‘আসলে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। এটা অস্বাভাবিক কিছু নয়। আমি যতটুকু জানি, সৌম্য চেষ্টা করছে। একটা ইনিংস ওর ফর্ম ঘুরিয়ে দিতে পারে। ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। উইকেটও অনিশ্চিত চরিত্রের। কিছু ম্যাচে সে নিজের পজিশনের বাইরে ব্যাটিং করেছে। মুমিনুল কিছু ম্যাচে শুরুটা ভালো করেছে। সে চেষ্টা করে যাচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে খেলতে পারছে না। টি-টোয়েন্টি তো বেশি বুঝে খেলাও কঠিন। অনেক সময় বেশি বেশি শট খেলতে হয়। আশা করি ওরা দুজনেই ফর্মে ফিরবে।’