সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে কাল টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার মাইলফলক ছুঁয়েছেন ৩৬ ম্যাচে…
বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ১১৬তম বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল ইসলাম।
ম্যাচ ৫৯, সেরা ৭/৩৬, গড় ৩১.৩০
ম্যাচ ৩৬, সেরা ৮/৩৯, গড় ৩২.২১
ম্যাচ ৩৩, সেরা ৭/৫৮, গড় ৩৫.০৫
ম্যাচ ৩৩, সেরা ৬/৭৭, গড় ৪০.৭৬
ম্যাচ ৩৬, সেরা ৪/৬০, গড় ৪১.৫২
তাইজুলের খেলা টেস্ট ম্যাচ। ম্যাচের হিসেবে ১৫০ উইকেটে বাংলাদেশের দ্রুততম এই বাঁহাতিই। সাকিব ১৫০ ছুঁয়েছিলেন ৪৩ ম্যাচে।
· দেশের বাইরে তাইজুল ইসলামের সেরা বোলিং। আগের সেরা গত বছর পাল্লকেলে টেস্টের ৫/৭২।
· সেন্ট জর্জে'স পার্কে সফরকারী স্পিনারদের সেরা বোলিং। আগের সেরা ডম বেসের, ২০২০ সালে ৫১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ইংলিশ স্পিনার।
· এশিয়ার বাইরে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল। প্রথমবার ২০১৪ সালে সেন্ট ভিনসেন্টে টেস্টে অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (৫/১৩৫)।
· দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দ্বিতীয়সেরা টেস্ট বোলিং। সেরা ২০০৮ সালে সেঞ্চুরিয়নে সাকিব আল হাসানের ৬/৯৯।
টেস্টে দশমবার ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৮ বার ৫ উইকেট পেয়েছেন সাকিব।
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে ৫০ ওভার বোলিং করেছেন তাইজুল। প্রথমজন মেহেদী হাসান মিরাজ, ২০১৭ সালে পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে ৫৬ ওভার।
· টেস্টে মহারাজের ব্যক্তিগত সর্বোচ্চ। পেছনে পড়ল ২০২০ সাল সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৭৩।
· টেস্টে আটে নেমে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকানদের ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৬১, ২০০৩ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে রবিন পিটারসনের ৬১।
বাংলাদেশের বিপক্ষে এনিয়ে সাতবার ৪৫০ রান করল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৩ বার ৪৫০ ছুঁয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার মতো সাতবার ৪৫০ করেছে ভারত ও পাকিস্তানও।
টেস্টে দক্ষিণ আফ্রিকায় তামিম ইকবালের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২০১৭ সালে পচেফস্ট্রুমের ৩৯।