কোভিড পরীক্ষা করে মাঠে নামতে পেরেছেন সাকিব আল হাসান
কোভিড পরীক্ষা করে মাঠে নামতে পেরেছেন সাকিব আল হাসান

সাকিবের বিজ্ঞাপন শুটিংয়ে যাওয়ার ঘটনায় বরিশালকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি

ট্রফি উন্মোচন অনুষ্ঠান বাদ দিয়ে সাকিব আল হাসানের বিজ্ঞাপনের শুটিং করতে যাওয়ার ঘটনায় ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি। আজ ফাইনালের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানই জানিয়েছেন সে খবর। এতে জৈব সুরক্ষা বলয় ভাঙা হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি প্রধান।

গতকাল ফাইনালের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসার কথা ছিল ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের। তবে তাঁর বদলে এসেছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান। ফরচুন বরিশালের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, সাকিব নাকি পেটের পীড়ার কারণে আসতে পারেননি।

তবে সাকিবের অনুপস্থিতির কারণটা ছিল ভিন্ন। মাঠে না এসে সাকিব একটি বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়েছিলেন বলে জানা যায়। পরে বিসিবির কোভিড প্রটোকল মেনে করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব, নেগেটিভ আসার পরই আজ ফাইনালে খেলেছেন। ফাইনালে ১ রানে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছে তাঁর দল

ফাইনাল শেষে নাজমুল বলেছেন, সাকিবের এমন ঘটনার দায়টা ফ্র্যাঞ্চাইজিরই বেশি, ‘আমি আপনাদের বলি, (এর আগে) যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু ছাড় দিইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ওপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে এমন হয়নি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান সাকিবকে ছাড় দেবেন না বলে জানিয়েছেন

সাকিব কীভাবে জৈব সুরক্ষা বলয় ভাঙলেন, সে ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে বরিশালকে, ‘এরই মাঝে ফ্র্যাঞ্চাইজিটিকে কারণ দর্শাতে বলা হয়েছে। জৈব সুরক্ষা বলয় ভেঙে বাইরে গেল কীভাবে। কারণ, আমরা ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশনা দিয়েছিলাম, কীভাবে জৈব সুরক্ষা বলয় মানতে হবে। এটা ভাঙা হয়েছে, এ কারণেই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

সাকিব আল হাসানকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন নাজমুল, ‘টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করবে। নিশ্চিত। আমার কথা হচ্ছে (কারও ক্ষেত্রেই) ভিন্ন হতে পারে না। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।’