টস জিতে ফিল্ডিং করছে ফরচুন বরিশাল
টস জিতে ফিল্ডিং করছে ফরচুন বরিশাল

সাকিবের বরিশালে করোনার হানা

বিপিএল শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরচুন বরিশালের তিনজন—উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান, ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার এবং ব্যাটিং কোচ নাজমুল আবেদিন।

তিনজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট। তবে পরে আরেক বিবৃতিতে বরিশাল জানিয়েছে, আজ ফিরতি টেস্টে নেগেটিভ হয়েছেন নুরুল। আগামীকাল আবারও টেস্ট করানো হবে তাঁর।

বিবৃতিতে বরিশাল এর আগে জানিয়েছিল, গত ১৭ জানুয়ারির টেস্টে পজিটিভ হন নুরুল। নাজমুল ও মুনিম পজিটিভ হন ১৮ জানুয়ারিতে করা টেস্টে।

নুরুল বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে খেলেছিলেনও নুরুল।

বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের অধিনায়কত্বে টস জিতে ফিল্ডিং করছে বরিশাল। নুরুলের বদলে বরিশালের উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করছেন ইরফান শুক্কুর।

দলে তিনজন বিদেশি খেলোয়াড় হলেন—ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আলজারি জোসেফের সঙ্গে ইংল্যান্ডের জেক লিনটট। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানে থেমেছে চট্টগ্রাম। ২০ বলে ৪১ রান করেন চট্টগ্রামের বেনি হাওয়েল। ৩২ রানে ৩ উইকেট নেন বরিশালের পেসার আলজারি জোসেফ।

উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান

বিপিএল এবার ঠিক জৈব সুরক্ষাবলয়ে হচ্ছে না। বিসিবি এটিকে বলছে ‘ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট’। সর্বশেষ টোকিও অলিম্পিক এ ব্যবস্থায় হয়েছিল। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘আগে আমরা জৈব সুরক্ষা বলতাম। এখন কিন্তু সব খেলাই সেটি থেকে সরে এসেছে। বিপিএলেও টোকিও অলিম্পিকের নীতি অনুসরণ করা হচ্ছে।’

অবশ্য শেষ পর্যন্ত করোনাভাইরাস সামলে নিয়ে বিপিএল আয়োজন করা বড় একটা চ্যালেঞ্জই হতে যাচ্ছে বিসিবির সামনে। বাংলাদেশে নতুন করে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। আজ শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।

বিসিবির ব্যবস্থাপনায় করোনাভাইরাস পরীক্ষার আগেই নিজেদের উদ্যোগে করোনা পরীক্ষা করিয়েছিল খুলনা ফ্র্যাঞ্চাইজি। সে পরীক্ষায় পজিটিভ এসেছিল পাঁচজনের—তিনজন খেলোয়াড়ের সঙ্গে দুজন সাপোর্ট স্টাফ। এবারের বিপিএল ঢাকার পাশাপাশি আরও দুটি ভেন্যুতে হওয়ার কথা আছে—চট্টগ্রাম ও সিলেট।

এদিকে করোনা পজিটিভ হয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক লেগ স্পিনার আমিনুল ইসলামকে, যিনি ড্রাফটে অবিক্রীত ছিলেন।