গতকাল নতুন রেকর্ড গড়েছেন সাকিব
গতকাল নতুন রেকর্ড গড়েছেন সাকিব

সাকিবের নতুন ইতিহাস

আর মাত্র ৬ উইকেট, আর মাত্র ৪ উইকেট, আর মাত্র ২ উইকেট। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই মনে হতো আজই বোধ হয় সেই দিন। সেই দিন, যেদিন লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে যাবেন সাকিব আল হাসান। না, সাকিব পারেননি সেই সিরিজে। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া অলরাউন্ডার পরের দুই ম্যাচে উইকেটই পেলেন না। এরপর তো সিরিজের শেষ ম্যাচে সাকিব বিশ্রামেই থাকলেন।

তাতে শেষ পর্যন্ত ভালোই হলো। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ তো ছিল নিছকই একটি দ্বিপাক্ষিক সিরিজ। যে সিরিজে আবার জাতীয় দলের নামে দ্বিতীয় সারির এক দল পাঠিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট। সাকিব তাই কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের চূড়ায় উঠতে সামনে পেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপকেই। টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা বোলার মালিঙ্গাকে পেছনে ফেলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারত!

সাকিব আল হাসান
ছবি: এএফপি

এবার সাকিব আর অপেক্ষায় রাখেননি। প্রথম সুযোগেই কাল রেকর্ডটাকে নিজের করে নিলেন। ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওভারে ৮ রান দিলেও উইকেটশূন্য ছিলেন সাকিব। প্রথম দুই ওভারে সাকিব যে উইকেট পেলেন না, তাতে বড় দায় তাসকিন আহমেদের। স্কটিশ ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগে ক্যাচ তুলেছিলেন ক্যালাম ম্যাকলাউড। তাসকিন ধরতে পারলেন না সেটি।

পরের ওভারেই অবশ্য মালিঙ্গাকে ছুঁয়ে ফেললেন সাকিব। ছক্কা মারতে গিয়েছিলেন রিচি বেরিংটন। লং অনে কী দারুণ এক ক্যাচ নিয়েই না সাকিবকে ১০৭তম উইকেটটি উপহার দিলেন আফিফ হোসেন! রেকর্ড ১০৮তম উইকেটটা এসে গেল দুই বল পরেই। মাইকেল লিস্ক লং অফে ক্যাচ তুললেন, লিটন দাস ক্যাচটি নিতেই ইতিহাস।

সাকিব আল হাসান

শেষ হলো শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ২ বছর ১ মাস ১৭ দিনের রাজত্ব। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর পাকিস্তানের শহীদ আফ্রিদির ৯৮ উইকেট ছাড়িয়ে গিয়েছিলেন স্লিঙ্গার মালিঙ্গা। এর আগে আফ্রিদি টানা প্রায় চার বছর ছিলেন উইকেট শিকারে শীর্ষে।

সাকিব কাল এরপর আর উইকেট পাননি। ৪ ওভারে ২ উইকেট নিতে খরচ করেছেন ১৭ রান। সাকিব শেষ পর্যন্ত কত দূর নিয়ে যাবেন নিজের উইকেট সংখ্যাটাকে কে জানে। রেকর্ডটাও বা কত দিন ধরে রাখতে পারবেন, সেটিও কে বলতে পারে! লাসিথ মালিঙ্গা তো অবসরে গেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা দলে সুযোগ না পেয়ে। ৯৯ উইকেট নিয়ে এরপরই আছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এখনো যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে এরপরই আছেন রশিদ খান। আফগান লেগ স্পিনার ৫১ ম্যাচেই পেয়েছেন ৯৫ উইকেট।

গত মাসে নিউজিল্যান্ড সিরিজে হয় হয় করেও হয়নি রেকর্ডটি। সেই সিরিজে টানা দুই ম্যাচে উইকেটশূন্য থেকে সাকিব আল হাসান থমকে ছিলেন ১০৬ উইকেটে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর অপেক্ষা বাড়ালেন না বাংলাদেশের অলরাউন্ডার। কাল প্রথম সুযোগেই স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে গেলেন সাকিব।

সাকিবের আরেকটি অর্জন