২৪ এপ্রিল, গত শুক্রবার বড় সুসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। তাঁর ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। সাকিব তার নাম রেখেছেন ইরাম হাসান।
মেয়ে হওয়ার সংবাদটি আজ ফেসবুকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে সাকিব লিখেছেন, '২৪ এপ্রিল রমজানের প্রথম শুক্রবার ফজরের (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৮ মিনিট) সময় আমাদের আরেকটি কন্যা সন্তান হয়েছে। মহান আল্লাহর তরফ থেকে আরেকটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সত্যি সে এক টুকরো বেহেশত। আলহামদুলিল্লাহ।'
অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব। প্রত্যাশিত তারিখ অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে পৃথিবীতে আসে নতুন অতিথি। সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনা হাসানের জন্মও যুক্তরাষ্ট্রে। পরিবারের সঙ্গে তিনি সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরে।