সাকিবদের অপেক্ষায় বিসিবি

সকালে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধর্মঘট ডাকা ক্রিকেটারদের সঙ্গে তাঁরা বসতে রাজি। বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, তাঁরা এখন ক্রিকেটারদের অপেক্ষায়।

ক্রিকেটারদের চলমান ধর্মঘট নিরসনে নানা চেষ্টা করছে বিসিবি। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান। গণভবন থেকে বিকেল সাড়ে ৩টার দিকে বিসিবি কার্যালয়ে এসেছেন নাজমুল। এখন তাঁরা আশায় আছেন, ক্রিকেটাররা বিসিবিতে আসবেন, সমাধানের লক্ষ্যে কথা বলবেন।

শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। ছবি: প্রথম আলো

বিকেল ৪টার দিকে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের মাধ্যমে ক্রিকেটারদের বিসিবিতে আসার আহবান জানালেন, ‘বিসিবি সভাপতি আছে, এখন আমরা আলাপ-আলোচনা করতে পারি। এটার জন্য অপেক্ষা করছি। সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। আমরা আগেও বলছি, আমাদের দুয়ার খোলা।’