নিষেধাজ্ঞার কারণে দলে নেই সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে জিততে মোহামেডানকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। বিকেএসপিতে আজ সকালের ম্যাচে ডি/এল নিয়মে মোহামেডান জিতেছে ৯ রানে।
সাকিবের জায়গায় সুযোগ পেয়ে আজ দারুণ খেলেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুর। ৪২ বলে ৩টি চার ও ৫ ছক্কায় তিনি ৬৮ রান করেছেন তিন নম্বরে ব্যাটিং করতে নেমে। তাঁর ইনিংসটিরই বড় ভূমিকা ছিল মোহামেডানের ১৫৯ রানের সংগ্রহে। ওল্ড ডিওএইসএস যখন এই রান তাড়া করছিল, তখন বৃষ্টি এলে ১৬ ওভারে ১২৫ রানের নতুন লক্ষ্য দেওয়া হয় তাদের। পরে তাসকিন আহমেদ, শুভাগত হোমের বোলিংয়ে ১১৫ রানে থামে ওল্ড ডিওএইসএসের ইনিংস।
বিকেএসপির আরেক মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছে শেখ জামাল। এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
রূপগঞ্জের সাব্বির রহমান আজ নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ৩১ বলে ৪১ রান করেন তিনি। অধিনায়ক নাঈম ইসলামও ১৯ বলে ৩০ রান করলে রূপগঞ্জের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৩৭ রান। পরে শেখ জামাল রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেটে ১২৭ রান তুলে ফেলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে ডি/এলে তাদের জয়ী ঘোষণা করা হয়। শেখ জামালের পক্ষে সৈকত আলী ৪৩ ও অধিনায়ক নুরুল হাসান ৪৪ রান করেন।
ওদিকে পারটেক্স হেরেই চলেছে প্রিমিয়ার লিগে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তারা। আগে ব্যাটিং করে পারটেক্স ৭ উইকেটে ১৩৪ রান করে। সেই রান ৫ উইকেট হাতে রেখে তাড়া করে দোলেশ্বর। ৫৭ বলে ৭১ রান করেন ফজলে মাহমুদ।
এ ম্যাচে দোলেশ্বরের ব্যাটসম্যান শামীম হোসেনের বিপক্ষে এলবিডব্লুর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে হতাশা প্রকাশ করেন পারটেক্স পেসার শাহাদাত হোসেন। ব্যাটিংয়ের সময় ওপেনার হাসানুজ্জামানের আউট নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে পারটেক্স। পারটেক্সের দাবি, ২৯ বলে ৪৪ করা হাসানুজ্জামানের বাউন্ডারি সীমানায় ধরা ক্যাচটি নাকি ছক্কা ছিল।