>ওয়েলিংটন টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৭৫। ৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি
ঘরের মাঠে উইকেটের সর্বোচ্চ সুবিধাই নিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে সবুজাভ বাইশ গজে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯ রানে সফরকারি দলের ৩ উইকেট ফেলে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করেছিলেন পেসার টিম সাউদি। এরপরও প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড। সাউদি ৫ উইকেট নিলেও অলআউট হয়নি শ্রীলঙ্কা। ৯ উইকেটে ২৭৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে দীনেশ চান্ডিমালের দল।
অথচ সকালের সেশনে শুরুতেই অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পেয়েছিল শ্রীলঙ্কাকে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান গুনাতিলকা, ধনঞ্জয়া সিলভা ও কুশল মেন্ডিসকে মাত্র ৯ রানের মধ্যে তুলে নেন সাউদি। চতুর্থ উইকেটে ১৩৩ রানের জুটি গড়ে সেই শঙ্কা থেকে দলকে বাঁচান অ্যাঞ্জেলো ম্যাথুস-করুনারত্নে। ৭৯ রানে ওয়াগনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন করুনারত্নে। ম্যাথুসও (৮৩) সেঞ্চুরির সুবাস পেলেও তাঁকেও উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন সাউদি। নিরোশান ডিকভেলা (৭৩) দিনের শেষ পর্যন্ত থাকায় সংগ্রহটা তিন শর ওপাশে নেওয়ার আশা করতেই পারে লঙ্কানরা। কাল ১১তম ব্যাটসম্যান লাহিরু কুমারাকে নিয়ে দিন শুরু করতে হবে ডিকভেলাকে।
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম আর নেইল ওয়াগনারের বোলিং জুটি কতটা ভয়ংকর ছিল তা শ্রীলঙ্কার স্কোরবোর্ডের দিকে তাকালেই বোঝা যায়। শ্রীলঙ্কায় বোর্ডে মাত্র চারজন দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। এই চার পেসার মিলে নিয়েছেন ৯ উইকেট। একমাত্র স্পিনার অজয় প্যাটেলের ভাগ্যে জুটেছে মাত্র তিনটি ওভার। টিম সাউদি ২৫ ওভারে ৬ মেডেন দিয়ে ৬৭ রানে নিয়েছেন ৫ উইকেট।