>৫ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কেমন ছিল তাঁর প্রথম দিনের অভিজ্ঞতা। প্রথম আলোকে জানিয়েছেন তিনি
সংবাদ সম্মেলন কক্ষে প্রশ্নটার উত্তর দিতে রাজি হলেন না মাশরাফি বিন মুর্তজা। বললেন, ‘এখানে ক্রিকেট নিয়েই কথা হোক। এ প্রশ্নের উত্তর আমি দেব বাইরে।’
প্রশ্নটা ছিল তাঁর ‘অন্য অভিষেক’ নিয়ে। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে নামার আগে মাশরাফির হয়ে গেছে সেই অভিষেক—জাতীয় সংসদ সদস্য হিসেবে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার অভিষেক। গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নিয়েছেন তিনি আগেই। ৩০ জানুয়ারি শুরু হওয়া নতুন সংসদে অবশ্য তিনি যোগ দেননি বিপিএল নিয়ে ব্যস্ততার কারণে। তবে ৫ ফেব্রুয়ারি সংসদের অধিবেশনে যোগ দিয়ে সংসদ সদস্য হিসেবে নতুন দায়িত্বের অভিষেকটা সেরে ফেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
রাজনীতিতে নাম লেখালেও এই বিষয়টি নিয়ে কথা বলতে সব সময়ই একটু অস্বস্তি মাশরাফির। সে কারণেই হয়তো সংসদ সদস্য হিসেবে অভিষেকের অনুভূতি বা অভিজ্ঞতার কথাটাও বুক ফুলিয়ে বলতে চাইলেন না। তবে তিনি পরে জানালেন, সংসদ সদস্য হিসেবে অভিষেকটা উপভোগই করেছেন।
মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসার অনুভূতিটাই অন্যরকম। তবে নতুন হিসেবে সংসদীয় রীতিনীতি শেখা বা বোঝার একটা ব্যাপার আছে। কিন্তু বিপিএল থেকেই নিউজিল্যান্ড সফরে চলে যাবেন, সে সব নিয়ে চিন্তাভাবনা করার সময় তাঁর হাতে কোথায়, ‘সংসদ সদস্য হিসেবে অনেক কিছুই শেখার আছে। সামনে অনেক দায়িত্ব। সংসদে দাঁড়িয়ে নড়াইলের কথা বলতে হবে, দেশের কথা বলতে হবে। প্রচুর পড়তে হবে।’
মাশরাফির বিপিএল শেষ। এখন ভাবনা নিউজিল্যান্ড সফর নিয়ে। ৯ ফেব্রুয়ারিই রওনা দেবেন তিনি। এখন তাই তাঁর চিন্তা-ভাবনা জুড়েই আছে ক্রিকেট, নিজেকে পুরোদস্তুর সংসদ সদস্য হিসেবে গড়ে তোলার সময় তাঁর হাতে নেই বলেই জানিয়েছেন মাশরাফি, ‘আপাতত আমার সময় নেই। নিউজিল্যান্ড সফরে যাচ্ছি। সংসদীয় নিয়ম কানুনের বেশ কিছু বই আছে। এগুলো পড়তে হবে। সময় লাগবে। এখন নিউজিল্যান্ড সফর নিয়েই ভাবছি।’
সংসদ সদস্য হিসেবে প্রথম দিনের অভিজ্ঞতাটা দারুণ বলেই জানিয়েছেন মাশরাফি, ‘বোঝার চেষ্টা করেছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি সবাই কী বল! উপভোগ তো করেছিই। সংসদের অধিবেশন কক্ষে বসলাম, এটা তো বিরাট পাওয়া। আমি চেষ্টা করব আমার ওপর মানুষ যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে!’