সরফরাজদের জন্য রসিকতার শিকার হতে হচ্ছে ইমরানকে!

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর মাঠ ছাড়ছে পাকিস্তান দল। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর মাঠ ছাড়ছে পাকিস্তান দল। ছবি: এএফপি
>

বিশ্বকাপে কাল ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচে সরফরাজ আহমেদের দলকে শুভকামনা জানিয়ে টুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার ইমরান খান। পাকিস্তানের শোচনীয় হারের পর ইমরানের টু্ইট নিয়ে মজা করতে ছাড়েননি ক্রিকেটপ্রেমীরা

কাকতাল? তা বলাই যায়। তবে ২৭ বছর আগে ওভাবে শুরু করে পাকিস্তান যেভাবে শেষ করেছিল, তেমনটি এবার ঘটলে ইমরান খানের খুশিই হওয়ার কথা। তবে সরফরাজ আহমেদের দল নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর আপাতত খুশি হওয়ার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা চলছে, পাকিস্তান দলকে শতভাগ উজাড় করে খেলতে বলেছিলেন ইমরান। সরফরাজরা ৫ রান বেশি করেছে!

ইমরান এখন প্রধানমন্ত্রী হলেও জীবনের ‘প্রথম ইনিংস’-এ ছিলেন কিংবদন্তি অলরাউন্ডার। পাকিস্তান তাঁদের ইতিহাসে একবারই বিশ্বকাপ জিতেছে, সেটি ইমরানের নেতৃত্বে ১৯৯২ টুর্নামেন্টে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে সেবার ১০ উইকেটে হেরেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় ইমরানের দলই। ২৭ বছর পর এবারও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কাল ট্রেন্টব্রিজে ক্যারিবীয়দের বিপক্ষে জঘন্যভাবে হেরেছে সরফরাজের দল। আগে ব্যাটিং করে মাত্র ১০৫ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচটি ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।

কাল ম্যাচটি শুরুর প্রায় ১৫ মিনিটের মাথায় সরফরাজের দলকে শুভ কামনা জানিয়ে টুইট করেন ইমরান। নিজের অফিশিয়াল টুইটারে তিনি লেখেন, ‘নিজের খেলোয়াড়দের যা বলতাম সে পরামর্শই আজ পাকিস্তান দলকে দিতে চাই; শতভাগ উজাড় করে দাও, শেষ বল পর্যন্ত লড়াই করো আর হারের ভয়টা কখনো মনের মধ্যে ঢুকতে দিয়ো না। পাকিস্তানের সমর্থন ও দোয়া সরফরাজের দলের প্রতি রইল।’

ইমরান খানের টুইট। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচেই পাকিস্তানের আশ্চর্য পতনের পর ইমরানের টুইট নিয়ে মজা করতে ছাড়েনি ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশে এমনই একজনের টুইট, ‘শতভাগ নাকি শত রানের কথা বলেছেন।’ আরেকজন মজা করেছেন এভাবে, ‘তিনি এক শর কথা বলেছিলেন, ওরা এক শ পাঁচ দিয়েছে।’ সে যা–ই হোক, ’৯২ বিশ্বকাপের আগেও পাকিস্তানের প্রস্তুতি অতটা ভালো ছিল না। এবারও ঠিক তাই। ক্রিকেট বিশ্বকাপে পা রাখার আগে টানা ১০ ওয়ানডে হেরেছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের বিপক্ষেও। খেলোয়াড়দের ফিটনেস নিয়েও সমস্যা কম নয়। আর পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের সুযোগও পাননি দলের খেলোয়াড়েরা।

পাকিস্তানের অনেক ক্রিকেটপ্রেমীরই আশা, ১৯৯২ ফিরিয়ে আনবে সরফরাজের দল। যেহেতু শুরুটা মোটামুটি একই। তবে ভিন্নমতোও আছে সমর্থকদের মধ্যে। ইমরানের দল আর সরফরাজের দল তো এক না। তাই খুব একটা আশা দেখছেন না স্বয়ং পাকিস্তানেরই অনেক সমর্থক।