সাকিব আল হাসান
সাকিব আল হাসান

সবাইকে ভুল প্রমাণের এখনই সুযোগ

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ব্যর্থতাই জুটেছে। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের রেশও এখনো কাটেনি। এর মধ্যে কালই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি আবার এমন এক ভেন্যুতে, সেখানে বাংলাদেশ দলের অতীতটা মনে রাখার মতো নয়।

প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় নিজেদের সর্বশেষ টেস্ট ম্যাচে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর এটিই। দলের এমন অবস্থায় তৃতীয় মেয়াদে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরটিকে দেখছেন সবাইকে ভুল প্রমাণ করার সুযোগ হিসেবে।

আজ অ্যান্টিগায় সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে দলের অবস্থা জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘ফিটনেস অনুযায়ী আমি ভালো অবস্থায় আছি। ফর্ম নিয়ে ভাবছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ গেছে আমার। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা ভাবছি না। দলীয় পারফরম্যান্স নিয়েই ভাবছি। টেস্টে সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলিনি। এখন সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে পারি। এখান থেকে সামনে যেতে পারি। এ ম্যাচে ভালো করতে পারলে সিরিজের জন্য ভালো শুরু হবে।’

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডে ব্যাট হাতে জ্বলে ওঠা মাহমুদুল এবার কিছু করে দেখাবেন?

গত কয়েকটি সিরিজে টেস্ট দলের টপ অর্ডার ব্যাটিং ছিল সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। অভিজ্ঞ তামিম ইকবালের সঙ্গী ওপেনার মাহমুদুল হাসানের শ্রীলঙ্কা সিরিজটি ভালো যায়নি।

তবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করা এই তরুণকে নিয়ে সাকিবকে আশাবাদীই মনে হলো, ‘জয় (মাহমুদুল) দক্ষিণ আফ্রিকায়, নিউজিল্যান্ডে ভালো করেছে। এটি আরেকটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সত্যিই ভালো কিছু নিয়ে আসতে পারে।’

এ ছাড়া নতুনদের মধ্যে পেসার রেজাউর রহমানের প্রশংসা শোনা গেল অধিনায়কের কথায়। চোট মুক্ত মেহেদী হাসান মিরাজের ফেরাকেও টেস্ট দলের জন্য সবচেয়ে সুখবর মনে করছেন সাকিব, ‘রাজা (রেজাউর রহমান) নতুন পেসার। তার দিকে তাকাতে পারি। আরও কয়েকজন খেলোয়াড় আছে। মিরাজ দলে ফিরেছে, এটা আমাদের জন্য বড় ইতিবাচক দিক। সোহান (নুরুল হাসান) আরেকজন, যে আসা-যাওয়ার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছে, আশা করি সে এটা আন্তর্জাতিক ক্রিকেটে এনে বাংলাদেশকে আনন্দ এনে দিতে পারে।’