টি-টোয়েন্টি বলে কথা। নিজের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে। পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর দল। বাংলাদেশের অবস্থান নয়ে। কিন্তু বাংলাদেশ থেকে এক ধাপ উপরে থাকা শ্রীলঙ্কা কদিন আগেই পাকিস্তানকে ধবলধোলাই করেছে। সেটাও আবার পাকিস্তানের ঘরের মাঠে।
পাকিস্তান ঘরের মাঠেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। সব ঠিক থাকলে হয়তো পাকিস্তান সিরিজে দলকে নেতৃত্ব দিতেন সাকিব আল হাসান। কিন্তু আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার কারণে খেলা হচ্ছে তাঁর। তবে সিরিজের আগে বাংলাদেশকে শ্রীলঙ্কার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সাকিব।
কাল ডেইলি স্টার মিলনায়তনে লাইফবয়ের পণ্যদূত হিসেবে চুক্তি নবায়ন অনুষ্ঠানে সাকিব বলেছেন, 'আমি আশা করি সবাই যেন নিরাপদে যেতে পারে এবং খেলে ফিরে আসতে পারে। অবশ্যই বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারে। শ্রীলঙ্কা শেষবার যখন পাকিস্তান গেল, ওরা ৩-০ তে জিতে এসেছে। তো আমাদেরও ভালো ফল করা উচিত।'