ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ও বোলিংয়ে সবার ওপরে সাকিব আল হাসান
ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ও বোলিংয়ে সবার ওপরে সাকিব আল হাসান

বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি

রানে সবার ওপরে মাহমুদউল্লাহ, উইকেটে সাকিব

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি লড়াইয়ে সবচেয়ে বেশি রান ও উইকেট বাংলাদেশের খেলোয়াড়দের। তবে সর্বোচ্চ ইনিংস ও সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিয়ানদের।দুই দলের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত রেকর্ডগুলো—

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি লড়াইয়ে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের প্রথম চারজনই বাংলাদেশের। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে ৯২ রান দরকার সাকিব আল হাসানের।

টি-টোয়েন্টিতে দুদলের লড়াইয়ে সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইনিংসই দেখেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ইনিংসটা তো ২০১২ সালে একই ম্যাচে করেছেন তামিম ও স্যামুয়েলস।


দুদলের টি-টোয়েন্টি লড়াইয়ে সর্বোচ্চ ১৮টি ছক্কা ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের। অর্ধেক ছক্কাই স্যামুয়েলস মেরেছেন ২০১২ সালে ৮৫ রান করার পথে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে কোনো একটি দলের বিপক্ষে বাংলাদেশের বোলারদের এটিই রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ উইকেট নিয়ে দুইয়ে মোস্তাফিজুর রহমান।


ইনিংস-সেরা বোলিংয়ে শীর্ষে পাঁচ ক্যারিবীয়দের আধিপত্য। ৫ উইকেট নেওয়ার দুটি উদাহরণই ২০১৮ ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের একমাত্র ৫ উইকেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।


এই প্রথম বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচে নেই বাংলাদেশের মুশফিকুর রহিম।