রানআউট মানতে না পেরে দাঁড়িয়ে ছিলেন আবাহনীর মোসাদ্দেক হোসেন
রানআউট মানতে না পেরে দাঁড়িয়ে ছিলেন আবাহনীর মোসাদ্দেক হোসেন

রানআউট বিতর্কের দিনে আবাহনীর সহজ জয়

‘প্রাইম ব্যাংকের সঙ্গে খেলা হলেই আমাদের রক্ত গরম থাকে।’

ম্যাচের আগের দিন কথাটা বলছিলেন আবাহনীর এক ক্রিকেটার। কারণটাও তিনি লুকাননি। প্রাইম ব্যাংক দল ভালো—এই কারণ তো আছেই। এবার দলটার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেটিও আবাহনীর খেলোয়াড়দের অনুপ্রাণিত করার আরেক কারণ। আবাহনীর কোচ খালেদ মাহমুদ ও প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন—বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দুই সেরা কোচের লড়াইটাও তো কম আকর্ষণীয় নয়।

তবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে দুই দলের মাঠের লড়াইটা তেমন আকর্ষণীয় হলো না। আগে ব্যাট করে আবাহনী ৭ উইকেটে ২৭১ রান করে। এরপর আবাহনীর বোলাররা ম্যাচটি এক পেশে করেছেন আঁটসাঁট বোলিংয়ে। মোহাম্মদ মিঠুনের ১০৩ রানের দুর্দান্ত ইনিংসের পরও প্রাইম ব্যাংক ৪৮.১ ওভারে ২৪৩ রানে অলআউট। ২৮ রানের জয়ে পয়েন্ট তালিকায় প্রাইম ব্যাংককে পেছনে ফেলে আবাহনী (১৪ পয়েন্ট) তৃতীয় স্থানে উঠে এসেছে।

শতক পেয়েছেন প্রাইম ব্যাংকের মোহাম্মদ মিঠুন

বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে রূপগঞ্জ টাইগার্স। ৪ উইকেটের জয়ে সুপার সিক্সে পঞ্চম দল হয়েছে জায়গা পাকা করেছে টাইগার্স। নেট রান রেটে পিছিয়ে থাকায় গাজী গ্রুপ ক্রিকেটার্স এখন পয়েন্ট তালিকায় ষষ্ঠ অবস্থানে। দুই দলই মুখোমুখি লড়াইয়ের হিসেবে মোহামেডানের চেয়ে এগিয়ে, তাই আগামীকাল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ জিতলেও সুপার লিগ খেলা হবে না মোহামেডানের।

এর বাইরে প্রিমিয়ার লিগে দিনের আলোচনায় ছিল আম্পায়ারিং বিতর্কও। আবাহনীর ইনিংসের ৪২.৫ ওভারের ঘটনা। প্রাইম ব্যাংকের অফ স্পিনার নাহিদুল ইসলামের বলে আবাহনীর ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারি লেট কাট করে এক রান নিতে দৌড় দেন। নন স্ট্রাইকে থাকা মোসাদ্দেক হোসেনও বিহারির ডাকে সাড়া দেন।

কিন্তু শর্ট থার্ড মান থেকে রুবেল হোসেন থ্রো স্টাম্প ভেঙে দিলে থার্ড আম্পায়ার তানভীর আহমেদ মোসাদ্দেককে আউট ঘোষণা করেন। সিদ্ধান্তটি একদমই পছন্দ হয়নি মোসাদ্দেকের। মাঠ না ছেড়ে হতাশায় কোমরে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকেন তিনি। ওদিকে গ্যালারি থেকে আবাহনীর সমর্থকেরা আম্পায়ারকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

আবাহনীর ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান ভারতের টেস্ট ব্যাটসম্যান হনুমা বিহারির

মোসাদ্দেক ৪০ রান করে আউট হলেও বিহারির ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস। এর আগে দক্ষিণ আফ্রিকা ফেরত মাহমুদুল হাসান ও লিটন দাস বড় রান করার সুযোগ হাতছাড়া করেছেন। মাহমুদুল ১৯ বল খেলে ২১ রান করে আউট হয়েছেন তাঁরই অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ রকিবুল হাসানের বলে। তিনে নামা লিটন ৪১ বল খেলে ৩০ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন মেহেদী হাসানের অফ স্পিনে। তবে আবাহনীর রান ২৭১-এ নিয়ে গেছেন শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। শামীম ২৭ বলে ৩৬ রান করেছেন ৩টি চার ও ২টি ছক্কায়। ৫ বলে ২টি ছক্কায় ১৪ রানে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন।

বোলিংয়েও আবাহনীকে দারুণ শুরু এনে দিয়েছেন সাইফউদ্দিন। দারুণ ছন্দে থাকা প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক প্রথম বলেই ক্যাচ তুলে আউট। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও লম্বা ইনিংস খেলতে পারেননি। মোসাদ্দেক হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বল খেলে করেছেন ১৫ রান। চারে নেমে মিঠুন এক পাশ থেকে লড়াই করে যান। কিন্তু প্রাইম ব্যাংকের বাকি ব্যাটসম্যানরা কেউই বেশি সময় টিকতে পারেননি। ৯৫ বলে মিঠুন করেছেন ১০৩ রান। ৮টি চার ও ৫টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। ইনিংসের ৪৮তম ওভারে নবম ব্যাটসম্যান হয়েছে ফেরা মিঠুন হয়েছেন রানআউট। তখনো স্কয়ার লেগে আম্পায়ার সেই তানভীর আহমেদই। মোসাদ্দেকের থ্রোতে হওয়া সেই রানআউট নিয়েও প্রাইম ব্যাংক ক্যাম্পে ছিল অসন্তোষ।

৭৪ রান করেছেন রূপগঞ্জ টাইগার্সের ফজলে রাব্বি

বিকেএসপিতে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মেহেদী মারুফ আজ উদ্বোধনীতে নেমে খেলেছেন অস্বাভাবিক এক ইনিংস। ১১২ বল খেলে মাত্র ৫৬ রান করেছেন তিনি। দিন শেষে তাঁর দল ৫০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে করেছে ২০৫ রান।

সেই রান ফজলে রাব্বির ১১৯ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে ৪৭.৪ ওভারে তাড়া করেছে রূপগঞ্জ টাইগার্স। ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা রূপগঞ্জ টাইগার্সের নাসুম আহমেদ। ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে তিনি ২ উইকেট নিয়েছেন।