অপেক্ষার প্রহর ফুরোচ্ছে। বিশ্বকাপ ও অ্যাশেজের পর ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস নিজেদের মাঠে আতিথ্য দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আজকের ম্যাচকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির। শুধু আইপিএলের জন্য তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন গৌতম গম্ভীর!
গত কয়েক বছরে দুর্দান্ত ভারতের পেছনে কোহলির অবদান সবচেয়ে বেশি। ব্যাট হাতে তাঁর দুর্দান্ত ফর্ম আইপিএলের হয়েও দেখা যায়। তবে ভারত দলে নিজের সাফল্যের সঙ্গে দলীয় সাফল্যের স্বাদটা পান কোহলি। ফ্র্যাঞ্চাইজি দলে সেটা হয়নি এখনো। এবার তাই বাড়তি কিছু দেখানোর ইচ্ছা তাঁর মধ্যে। আর বিশ্বকাপের আগে ফর্ম ধরে রাখার প্রেরণাও তো আছে। সাবেক সতীর্থের সঙ্গে তর্কে জড়ানোর ইচ্ছা নয় কিংবা নিজেকে প্রমাণের কিছু নেই বলে মনে হলে দোষের কিছু নেই কোহলির। ম্যাচের আগে বলেছেন, ‘আইপিএল দিয়ে বিচার করুক আর না করুক, আমি পাত্তা দিই না। সব সময় জয়ের চেষ্টা করি। মানুষ এসব নিয়ে কথা বলতে পছন্দ করে। তবে বাইরের কথা শুনলে পাঁচ ম্যাচও টিকতে পারতাম না। ঘরে বসে থাকতাম।’
এমনিতেই এ ম্যাচে ভালো খেলার জন্য অনুপ্রেরণার অভাব নেই তাঁর। আজ চেন্নাইয়ের বিপক্ষে একসঙ্গে তিনটি রেকর্ড ভাঙার সুযোগ আছে কোহলির সামনে। আইপিএলে এখন পর্যন্ত কোহলি ৪ হাজার ৯৪৮ রান করেছেন। আইপিএলের ইতিহাসে তাঁর চেয়ে বেশি রান মাত্র একজনের, সুরেশ রায়না। ৪ হাজার ৯৮৫ রান নিয়ে সবার ওপরে আছে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। আজ অন্তত ৩৮ রান করলেই রায়নাকে টপকে যাবেন। আর রানটা ১৪ বাড়ালেই হবে আরেকটি রেকর্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক ছোঁবেন কোহলি।
দুটি রেকর্ডই অবশ্য একটা কিন্তুর ওপর নির্ভর করছে। সাজ কোহলির প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবেন রায়না। তাই প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান করার সুযোগ রায়নারও থাকবে যদি চেন্নাই আগে ব্যাট করে। আর ব্যাটিংয়ে বড় স্কোর গড়লেই কোহলির পক্ষে তাঁকে আজ টপকানো কঠিন হয়ে যাবে।
কোহলির অন্য রেকর্ড অবশ্য রায়নার ভালো ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে না। আজ যদি ৫ হাজার রানের মাইলফলক ছুঁইয়েই ফেলেন কোহলি, তাহলেই অন্য এক রেকর্ড হবে। সে ক্ষেত্রে আইপিএলে ৩৯তম পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ফেলবেন কোহলি। এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি ফিফটি পার করা ইনিংস ডেভিড ওয়ার্নারের (৩৯)। সে ক্ষেত্রে ওয়ার্নারের পাশে বসবেন কোহলি।