প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও ভারতীয় দলের উন্নতি চোখে পড়েছে সবার। কিংবদন্তি সুনীল গাভাস্কারের ধারণা, এখনই সময় একটি পরিপূর্ণ নারী আইপিএল আয়োজন করা। এতে অনেক নতুন প্রতিভা বের হয়ে আসবে বলে ধারণা গাভাস্কারের।
ফাইনালে ৮৫ রানে হেরে গেছে ভারত, যা বিশ্বকাপ ফাইনালের জন্য নতুন রেকর্ড। কিন্তু ফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল দলটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের গ্রুপে অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজটা বেশ কঠিন। গাভাস্কার তাই ভারতের নারী ক্রিকেট নিয়ে বেশ আশাবাদী, ‘সৌরভ গাঙ্গুলী ও বিসিসিআইকে বলছি, পারলে আগামী বছর মেয়েদের একটি আইপিএল আয়োজন কর। কারণ এতে অনেক প্রতিভা বের হয়ে আসবে। এখনই প্রচুর প্রতিভা দেখতে পাচ্ছি আমরা। বিশ্বকাপে ভারত যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে অনেকেই এভাবে বেরিয়ে আসবে।’
ছেলেদের আইপিএলের মতো বড় আকারে মেয়েদের আইপিএল যে এখনো আয়োজন করা সম্ভব নয় সেটা মানছেন সাবেক ওপেনার। কিন্তু ছোট করে হলেও মেয়েদের আইপিএল চাচ্ছেন গাভাস্কার, ‘যদি আট দল নাও পাওয়া যায়, মেয়েদের আইপিএল এখন সময়ের দাবি। মেয়েদের ক্রিকেট এখন অনেক বেশি প্রচার পাবে। অনেক প্রতিভা আছে কিন্তু আমরা এখনো তাদের খোঁজ পাইনি। এরাও তাহলে বেরিয়ে আসবে। আর যত দিন যাবে, ভারতের মেয়েরাও অনেক ট্রফি জয় করবে।’
গাভাস্কার এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছ থেকে শিক্ষা নিতে বলছেন বিসিসিআইকে, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার মেয়েদের বহুদিন ধরেই দেখভাল করছে। ওরা খেলোয়াড়দের অনেক সুবিধা দিয়েছে, আমাদের খেলোয়াড়দেরও। আমাদের স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত মেয়েদের বিগ ব্যাশে খেলেছে। এখানে আপনি সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পারেন, শিখতে পারেন।’