সাকিব আল হাসান লিওনেল মেসির ভক্ত—এ কথা সবাই জানেন। এই তো সেদিন ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে এক অনলাইন আড্ডায় বিস্তারিত জানালেন মেসির প্রতি নিজের ভালোবাসা নিয়ে। ভক্তদের প্রত্যাশার চাপ তিনি সামলান মেসির দিকে তাঁকিয়েই। তাঁর প্রেরণা নিয়েই। কিন্তু নিজের ফেসবুক পেজে আজ নতুন একটা তথ্যই দিলেন বাংলাদেশের সেরা ক্রিকেট তারকা। তিনি নিজেকে খুঁজে পান ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেই।
মেসির ভক্ত অথচ, নিজেকে রোনালদোর মধ্যে খুঁজে পান—আসলেই নতুন এক তথ্য দিলেন সাকিব। ফেসবুকে তিনি লিখেছেন, ‘একজন ফুটবল ফ্যান হিসেবে মেসির ভক্ত আমি, উনিই আমার প্রেরণা। তবে, ব্যক্তিত্বের ধরণ অনুযায়ী আমি অনেকটা রোনালদোর মতোই। অধ্যবসায় বলুন কিংবা আচরণ অথবা প্রতিজ্ঞার জায়গাটিতে রোনালদোর সাথেই বেশি মেলাতে পারি নিজেকে।’
ফুটবলার হিসেবে মেসির ভক্ত তিনি হতেই পারেন। কিন্তু তাঁর ব্যক্তিত্ব যে অনেকটাই রোনালদোর মতো, সেটা অনেকেই বুঝতে পারবেন। তিনি তাঁর পোস্টে দুটি শব্দ ব্যবহার করেছেন—‘অধ্যবসায়’ আর ‘প্রতিজ্ঞা’। সাকিবের ক্যারিয়ারের দিকে তাকালেই এই দুটি শব্দের যথার্থতা অনুভব করতে পারবেন সাকিবের ভক্তরা।
কেবল প্রতিজ্ঞা আর অধ্যবসায় দিয়েই নিজেকে এতদূর এনেছেন সাকিব। এই তো গত বছরই বিশ্বকাপের আগে প্রতিজ্ঞা করলেন বিশ্বকাপ ক্রিকেটে নিজের রেকর্ডটাকে সমৃদ্ধ করবেন। দেশকে গৌরব এনে দেবেন। প্রতিজ্ঞা অনুযায়ী অধ্যবসায় দিয়ে সেটিকে সম্ভব করলেন। নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়।
নিজের আচরণের প্রসঙ্গও এনেছেন তিনি। ১৪ বছরের ক্যারিয়ারে অনেকবারই বিতর্ক তৈরি করেছেন। সে বিতর্ক থেকে বেরিয়ে এসেছেন। অনেকটাই রোনালদোর মতো। সবকিছু ছাপিয়ে পেয়েছেন মানুষের ভালোবাসা।
বড় একটা ভুল করেই এক বছরের নিষেধাজ্ঞা মাথায় নিয়েছেন দেশ সেরা এই তারকা। নিষেধাজ্ঞার মেয়াদ ফুরোতে আর মাত্র কিছু দিন। এর পরপরই নতুন উদ্যোমে নিজেকে মেলে ধরার সুযোগ থাকছে তাঁর।
এমন একটা সময়ে এসে রোনালদোর সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন—এটাই তো স্বাভাবিক।