মুশফিকুর রহিমের পুরোনো হ্যামস্ট্রিং চোট মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপিএলের সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বিসিএলের প্রথম রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে না-ও খেলতে পারেন তিনি।
কাল বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ওর হ্যামস্ট্রিংয়ে পুরোনো সমস্যা আছে। বিসিএলের প্রথম রাউন্ডে হয়তো খেলতে পারবে না। তবে আশা করছি, পরের রাউন্ড থেকে খেলতে পারবে।’
চোটে ভুগছেন মেহেদী হাসান মিরাজও। আঙুলের চোটের কারণে তাঁরও বিসিএলের প্রথম রাউন্ড খেলা অনিশ্চিত। কাল দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি মিরাজকে। মিরাজের চোট নিয়ে দেবাশীষ জানান, ‘মিরাজ সবই করতে পারছে। শুধু বোলিংয়ের সময় গ্রিপ করতে একটু কষ্ট হচ্ছে। ওর আঙুলে ইনজেকশন দেওয়া হয়েছে। প্রথম রাউন্ডে খেলতে পারবে কি না, সেটা কাল (আজ) বিস্তারিত জানা যাবে।’