কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মুমিনুলের ব্যাটিং। ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইক রেটে ২৯৭ রান করে আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই। তবুও এশিয়া কাপের ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলা মুমিনুলের।
‘ওর কাছে যেটা চেয়েছিলাম সেটা সে করেছে’, আয়ারল্যান্ড সফর শেষে মুমিনুল হকের ব্যাটিং নিয়ে বেশ তৃপ্ত ছিলেন নির্বাচক হাবিবুল বাশার। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মুমিনুলের ব্যাটিং। ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইক রেটে ২৯৭ রান করে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই।
দুর্দান্ত এ পারফরম্যান্সের পর মুমিনুল কি অন্তর্ভুক্তির জন্য বিবেচিত হবেন বাংলাদেশ ওয়ানডে দলে? গত কদিনে এমন একটি আলোচনা হয়েছে দেশের ক্রিকেটে। শেষ পর্যন্ত তিনি উপেক্ষিতই। এশিয়া কাপের ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলা মুমিনুলের। ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলা ১৮২ রানের ইনিংস আলোচনায় নিয়ে আসা বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানকে কেন রাখা হয়নি, সেটির ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য জানিয়েছেন, বাঁহাতি এই ব্যাটসম্যান তাঁদের বিবেচনায় ভালোভাবেই ছিলেন, ‘সাকিব তিনে খেলে, দলে আরেকজন টপ অর্ডার ব্যাটসম্যান শান্তও (নাজমুল হোসেন) আছে। অধিনায়ক আর কোচও মিডল অর্ডারে মিঠুনকে চেয়েছে। আমরা তাদের চাওয়াটাকে গুরুত্ব দিয়েছি। তা ছাড়া আফগানিস্তান দলে ভালো স্পিনার আছে। মিঠুন ঘরোয়া ক্রিকেটে স্পিনটা অনেক ভালো খেলে।’
এশিয়া কাপে সুযোগ না হলেও ভবিষ্যতের পরিকল্পনায় মুমিনুল ভালোভাবেই আছেন বলে জানিয়েছেন মিনহাজুল। ২৬ বছর বয়সী বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান অবশ্য এবারও হতাশ হচ্ছেন না। মুমিনুল স্বাভাবিকভাবেই নিচ্ছেন সবকিছু, ‘হতাশ হওয়ার কিছু নেই। সামনে আরও অনেক সিরিজ-টুর্নামেন্ট আছে। আমার উপলব্ধি হচ্ছে আরও ভালো খেলতে হবে। দুর্বলতা নিয়ে আরও কাজ করতে হবে।’
বলছেন ঠিকই, তবে মুমিনুলের মনে নিশ্চয়ই প্রশ্নটা জাগছে, ঠিক কত ভালো করলে সুযোগ মিলবে? আপাতত যেহেতু উত্তরটা জানা নেই, অপেক্ষা ছাড়া উপায় নেই তাঁর।