তাঁর ব্যাটে রান নেই। দলও জিতছে না। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সময়টা একদমই ভালো যাচ্ছে না। সে কারণেই কিনা, টেস্ট দলের ব্যর্থতার আলোচনায় ঘুরেফিরে মুমিনুলের অদিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলের ওপরই আস্থা রাখতে চাইছে। তবে টেস্ট অধিনায়কের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে। ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর ওপর কী পরিমাণ মানসিক চাপ পড়ে, এটা একটু চিন্তা করে দেখেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক।’
নাজমুল আজ মুমিনুলের সঙ্গে বৈঠক করেছেন। দু-এক দিনের মধ্যে মুমিনুলের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসবেন বলে জানিয়ে নাজমুল বলেছেন, ‘আজকে ওর সঙ্গে কিছুক্ষণের জন্য আলোচনায় বসেছি। সামনে আরও বসব, কাল-পরশু ওর সাথে বসব লম্বা আলোচনায়। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমাধান) বের করে ফেলব।’
মিরপুর টেস্টের দুই ইনিংসে ৯ রান (৯ ও ০) করেছেন মুমিনুল। এই নিয়ে টানা সাত ইনিংসে দুই অঙ্কে পৌঁছানোর আগেই আউট হলেন বাঁহাতি ব্যাটসম্যান। গত বছর পাকিস্তান সিরিজ থেকে শুরু করে ১৫ ইনিংসে মাত্র তিনবার তিনি দুই অঙ্কে যেতে পেরেছেন।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও টেস্ট অধিনায়কের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সেও নিশ্চয়ই চাপ অনুভব করছে। বাংলাদেশের মতো দলের টেস্ট অধিনায়ক হলে যে প্রত্যাশা ও চাপের সঙ্গে মানিয়ে নিতে হয়। এখানে অধিনায়ক সব সময়ই চাপের মুখে থাকে। এই চাপ যে কাউকে ক্লান্ত করে দিতে বাধ্য। দেখুন, সে–ও কঠোর মানসিকতার মানুষ। দারুণ ক্রিকেটার।
বাংলাদেশের সবচেয়ে বেশি এক শর মালিক মুমিনুলই। একসময় সে রানে ফিরবেই। আগামী দুই সপ্তাহ নিজের ক্রিকেট নিয়ে সে ভাবার সময় পাবে।’