>মিরাজের জার্সি নম্বর ‘৫৩’ ঠিকই থাকছে। কিন্তু জার্সিতে লেখা ‘মিনারা’ কে? সৌম্যও খেলবেন তাঁর ‘৫৯’ নম্বর জার্সিতে। কিন্তু সেখানে লেখা থাকবে ‘নমিতা’। কেন?
মাঠের বাইরে এবার রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজিটির কার্যক্রমগুলো বেশ অভিনব। টুর্নামেন্টের আগে হাতিরঝিলে তারা আয়োজন করেছিল নৌ বিহার। নৌ বিহার শেষে হাতিরঝিলের মুক্তমঞ্চে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হলো অধিনায়ক হিসেবে। এবার আরেকটি অন্যরকম উদ্যোগ নিচ্ছে রাজশাহী।
কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহীর খেলোয়াড়েরা মাঠে নামবেন মায়ের নামে জার্সি পরে। অধিনায়ক মিরাজের জার্সিতে লেখা থাকতে তাঁর মায়ের নাম— ‘মিনারা’। সৌম্য সরকারের জার্সিতে থাকবে তাঁর মায়ের নাম ‘নমিতা’। কোচ ল্যান্স ক্লুজনারের জার্সির পেছনে লেখা থাকবে ‘ডন’।
মায়ের নাম নিয়ে খেলবেন, এটি ভেবে ভীষণ উজ্জীবিত মিরাজ, ‘মায়ের নাম নিয়ে খেলাটা হবে নতুন অভিজ্ঞতা। মায়ের জন্য কিছু করাটা বিশেষ কিছু হবে আমাদের। আমরা ম্যাচটা জিততে চাই এবং মায়েদের উৎসর্গ করতে চাই।’
এবার বিপিএলে এখনো বলার মতো ইনিংস খেলতে পারেননি সৌম্য। মনটা তাই তাঁর বেজায় খারাপ। তবে কাল মায়ের নামে জার্সি পরে দুর্দান্ত কিছুই করতে চান বাঁ হাতি টপ অর্ডার ব্যাটসম্যান, ‘দেশে এটাই প্রথম। সব সময়ই ডাক নাম অথবা অফিশিয়াল নাম ব্যবহার করি জার্সিতে।এবার এমন কিছু হবে যেটা আগে ভাবিনি। সব সময়ই বলি আমরা আমাদের মায়েদের প্রতি ম্যাচ উৎসর্গ করতে চাই। এখন হচ্ছে আসল সময় মায়েদের উদ্দেশে একটা ম্যাচ উৎসর্গ করার। মায়েদের গর্বের মুহূর্ত এনে দেওয়ার এই তো সুযোগ।’
মায়ের আদেশে সৌম্য নির্দিষ্ট রঙের রিস্ট ব্যান্ড পরেন। আর এবার ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে জার্সিতে মায়ের নামই লেখাচ্ছেন। মায়ের মুখেই শুধু নয়, রাজশাহী-সমর্থকদের মুখে হাসি ফোটাতে তাঁকে দুর্দান্ত ইনিংস খেলতেই হবে।