খালেদ মাহমুদ থাকছেন না মিরপুর টেস্টে
খালেদ মাহমুদ থাকছেন না মিরপুর টেস্টে

মিরপুর টেস্টে নেই টিম ডিরেক্টর

একদিকে প্রধান কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল বিসিবি, অন্যদিকে টিম ডিরেক্টর হিসেবে জাতীয় দলে নিয়োগ দেওয়া হলো বিসিবিরই পরিচালক খালেদ মাহমুদকে। দলের সঙ্গে বোর্ডের সেতুবন্ধ তৈরি করার পাশাপাশি দলের সবকিছু দেখভালও করবেন—টিম ডিরেক্টর হিসেবে এটাই ছিল মাহমুদের দায়িত্ব। কিন্তু জৈব সুরক্ষাবলয়ে থেকে টি–টোয়েন্টি সিরিজের পর একটি টেস্টে দায়িত্ব পালন করেই যেন হাঁপিয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক! মিরপুর টেস্টে দলের সঙ্গে থাকবেন না তিনি। মাহমুদ এরই মধ্যে দলের জৈব সুরক্ষাবলয়ও ছেড়ে গেছেন।

এক টেস্ট বাকি থাকতেই হাঁপিয়ে উঠেছেন মাহমুদ!

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মিরপুর টেস্টে মাহমুদের দলের সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘পারিবারিক কারণে ও (খালেদ মাহমুদ) মিরপুর টেস্টে থাকবে না। যেহেতু ঘরের মাঠে খেলা, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আর নিউজিল্যান্ডে গিয়ে তো তাকে অনেক দিন (জৈব সুরক্ষাবলয়ে) থাকতে হবে।’

হঠাৎ করেই জৈব সুরক্ষা বলয়ের বাইরে খালেদ মাহমুদ

টি–টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে টিম ডিরেক্টরের দায়িত্ব নেন মাহমুদ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রামে প্রথম টেস্টেও দলের সঙ্গে ছিলেন তিনি। মাহমুদ দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দায়িত্ব যে সংকুচিত হয়ে এসেছে, সেটা মোটামুটি দৃশ্যমানই। দায়িত্ব পেয়ে বেশ কয়েকজন ক্রিকেটারকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আলাদা করে ডেকেছিলেন খালেদ মাহমুদ। নতুন চেহারার দলে ছাপ ছিল সেটির। শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তানের কাছে বাংলাদেশকে ধবলধোলাই-ই হতে হয়েছে। চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানেই। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এ মাসেই বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।