সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। সিরিজের প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করলেও পরের ম্যাচে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছে তাঁর দল। তবে এরই মধ্যে নেতৃত্বগুণের জন্য প্রশংসা পেতে শুরু করেছেন মাহমুদউল্লাহ। যেমন ভারতের পেসার ইরফান পাঠান। মাহমুদউল্লাহর মধ্যে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বগুণের ছাপ দেখতে চান পাঠান।
প্রায় সাত বছর ভারতীয় জাতীয় দলের বাইরে রয়েছেন পাঠান। ৩৫ বছর বয়সী এ পেসারের জাতীয় দলের আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ঘরোয়া ক্রিকেট খেলে চলা পাঠান টিভি চ্যানেল স্টার স্পোর্টসে বিশ্লেষক হিসেব বলেন, ‘বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে জিতলে আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়। ম্যাচের মধ্যে বিভিন্ন পরিবর্তন করে মাহমুদউল্লাহও অসাধারণ নেতৃত্বগুণের পরিচয় দিয়েছে।তাঁর অধিনায়কত্বে মহেন্দ্র সিং ধোনির ছাপ রয়েছে। পাওয়ার প্লে শেষে সে পার্ট-টাইম স্পিনারদের ব্যবহার করেছে যা ধোনির কৌশল।’
>বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর মধ্যে ধোনির নেতৃত্বগুণের ছাপ দেখতে পান ইরফান পাঠান। এদিকে হরভজন সিং মনে করেন, বাংলাদেশ সিরিজ জিততে চাইলে মুশফিকুর রহিমের ব্যাটিং অভিজ্ঞতা কাজে লাগাতে হবে
ধোনি অনেকের কাছেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। দলকে দুই সংস্করণের বিশ্বকাপ জিতিয়েছেন নেতৃত্ব দিয়ে। টেস্টে এক সময় ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড তাঁর দখলেই ছিল। ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড অবশ্য এখনো ধোনির দখলে। মাহমুদউল্লাহ জাতীয় দলের নেতৃত্বভার পেয়েছেন সাকিব নিষিদ্ধ হওয়ায়। এর আগে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হন সাকিব।
নাগপুরে কাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জিততে পারলে সিরিজ নিজেদের করে নেবে সফরকারি দল। সে জন্য ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের ভূমিকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ভারতের আরেক ক্রিকেট হরভজন সিং। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা হরভজন মনে করেন, সিরিজ জিততে মুশফিকের ব্যাটিং অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বাংলাদেশকে। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম অনেক অভিজ্ঞ ক্রিকেটার। স্পিন ও পেস দুটোই ভালো খেলে। ব্যাটিংয়ে তার ওপর দায়িত্বই সবচেয়ে বেশি।’