পরশু ব্যস্ত দিন কেটেছে বার্সেলোনা সমর্থকদের। ঘরের মাঠে কাদিজের কাছে বার্সেলোনা ১–০ গোলে হেরেছে। এর ঘণ্টাখানেক পরই আবার তাদের ব্যস্ত হতে হয়েছে। লাইভে এসে কথা বলেছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে। না, দলের ব্যর্থতা নয়, ভিডিও স্ট্রিমিং সাইট টুইচে এসে কথা বলেছেন নিজেকে নিয়ে। স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে আয়োজন করতে কমিশন নিয়েছেন পিকে—এই খবর ফাঁস হয়ে যাওয়ায় নিজের পক্ষে সাফাই গাইতে এসেছিলেন বার্সেলোনার ডিফেন্ডার।
একদিকে দল খারাপ করেছে, ওদিকে পিকে ব্যক্তিগত স্বার্থে ক্লাবকে ব্যবহার করছেন। এমনকি স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেসের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে অলিম্পিক দলে ঢোকারও চেষ্টা করেছেন। এতেও নিজের কোনো দোষ দেখেন না পিকে। বার্সা ডিফেন্ডার সদম্ভে জানিয়েছেন, তিনি অবৈধ কিছু করেননি।
এ নিয়ে স্পেনজুড়ে তোলপাড় চলছে। এ প্রসঙ্গে পিকে বা রুবিয়ালেসের বক্তব্যে সন্তুষ্ট নন কেউ। বার্সেলোনার পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি গত দুই দিন। আগামীকাল লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এ উপলক্ষে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বার্সা কোচ জাভি। সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করেননি সাংবাদিকেরা। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সোমবার কাদিজের কাছে হারের এক ঘণ্টা পর পিকের ওভাবে টুইচে হাজির হওয়ায় তিনি বিরক্ত কি না?
জাভি বলেছেন, ‘মোটেও না। ওরা যদি নিজেদের কাজে মন না দেয়, তাহলে আমি বিরক্ত হই। ম্যাচে সর্বোচ্চ না দিলে বিরক্ত হই। এ তো জেরার্দ, ওকে আমি ভালোমতোই চিনি। আমি জানি ওকে কীভাবে সামলাতে হয়। সে নিজেকে ভালোমতোই সামলায়। আমার ধারণা, সে খুবই ভালো করছে। আরও ভালো করার জন্য ওর অনুঘটক লাগে। আমার এতে কোনো সমস্যা নেই।’
চোটের কারণে গত ম্যাচে ছিলেন না পিকে। আগামীকালের ম্যাচে স্কোয়াডে ডাক পেয়েছেন পিকে। চারদিকে সমালোচনা চলছে, এমন অবস্থায় পিকে মাঠে মনোযোগ দিতে পারবেন কি না, এমন সন্দেহ অমূলক নয়। জাভি অবশ্য পিকের মানসিকতা নিয়ে চিন্তিত নন। জাভি বলছেন, মানুষ তাঁকে নিয়ে আলোচনা করলে বাড়তি অনুপ্রেরণা পান পিকে, ‘মানুষের মুখে থাকতে ভালো লাগে ওর।’
মাঠের বাইরে ঘটনা পিকের খেলায় কোনো প্রভাব ফেলে না বলেই দাবি বার্সা কোচের, ‘কিন্তু এটা পিকে। ওর মন যদি বিক্ষিপ্ত থাকত, আমিই ওকে এ নিয়ে কথা শোনাতাম। এটা ওর জন্য জ্বালানির মতো, অনেকটা ড্রাগের মতো, এটা ওকে অ্যাড্রেনিল দেয়।’