সাকিব ফিরলেন বিরতির পরপরই
সাকিব ফিরলেন বিরতির পরপরই

মিরপুর টেস্ট

মধ্যাহ্ন বিরতির পর হারের পথে বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতির আগে লিটন দাস আর সাকিব আল হাসান পথ দেখাচ্ছিলেন। ৯৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন। লক্ষ্য ছিল বিরতির পর জুটিটাকে আরও বড় করে মিরপুর টেস্টে বাংলাদেশকে নিরাপদ জায়গায় পৌছে দেওয়া। দুজনই ভালো খেলছিলেন। সাকিব পঞ্চাশ পেয়েছিলেন, লিটন ছিলেন পঞ্চাশের পথে।

কিন্তু বিরতির পরপরই এলোমেলো পরিকল্পনা। প্রথমে লিটন ফিরলেন। এরপর সাকিব। দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে আবারও পথহারা দল। সাকিব, লিটনের পর ফিরেছেন মোসাদ্দেক হোসেনও। নিশ্চিতই মিরপুর টেস্টে হার দেখছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৬৯। লঙ্কানরা পিছিয়ে মাত্র ২৮ রানে।

লিটন আর টানতে পারলেন না

লিটন বিরতির ঠিক পরপরই আসিতা ফার্নান্দোর বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন। তিনি অবশ্য অর্ধ শতক পেয়েছেন। ১৩৫ বলে ৫২ রান করে ফিরেছেন তিনি। সাকিব আউট ওই আসিতা ফার্নান্দোর বলেই উইকেটকিপার নিরোশান ডিকভেলাকে ক্যাচ দিয়ে।

শেষ স্বীকৃত ব্যাটসম্যান মোসাদ্দেকও বেশিক্ষণ টিকতে পারলেন না। তিনি এলবিডব্লু রমেশ মেন্ডিসের বলে। রিভিউ নিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি।