আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মালদ্বীপ ৭৬তম দল। এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে এ দলটিকে ৬৫ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পরের ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হয়েছেন মোহাম্মদ নাঈম-সৌম্য সরকাররা। র্যাঙ্কিংয়ে ৬৯তম এ দলটিকেও খুব রান তুলতে না দিলেও অলআউট করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। পুরো ২০ ওভার খেলে ৬৯ রান তুলেছে ভুটান।
আগের ম্যাচে মালদ্বীপকে তবু অলআউট করতে পেরেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বোলাররা। যদিও ১৯.২ ওভার পর্যন্ত টিকেছিল তাঁদের ইনিংস। কিন্তু আজ ভুটানের মতো দলকে অলআউট করতে পারেননি বোলাররা। শক্তিতে আকাশ-পাতাল তারতম্য আর জাতীয় দলের খেলা তিন-চারজন ক্রিকেটার নিয়েও অনূর্ধ্ব-২৩ দলের এ ব্যর্থতা হতাশ করবে বাংলাদেশ সমর্থকদের।
>ভুটানকে ৬৯ রান তুলতে দিলেও অলআউট করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
বাংলাদেশের বোলারদের বিপক্ষে শম্ভুকগতির ব্যাটিংই করেছে ভুটান।ফিফটি দূরে থাক ভুটানের কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেনি। সর্বোচ্চ ১৫ রান করেছেন ওপেনার তেনজিং ওয়াংচুক। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন পেসার মানিক খান। ১টি করে উইকেট মেহেদী হাসান রানা, মিনহাজুল আবদিন আফ্রিদি ও সৌম্য সরকারদের।