বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম
বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম

ভিডিও পাঠাও, ভবিষ্যতের তামিম-মুশফিক হও

মহামারিতে ক্রিকেট ফেরাতে ভিন্ন উপায় খুঁজতে হচ্ছে সব ক্রিকেট বোর্ডকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ব্যতিক্রম নয়। মাঠে শুধু খেলা ফেরানোই নয়, বিসিবিকে ভিন্ন উপায়ে খুঁজতে হচ্ছে আগামীর সাকিব-তামিম-মুশফিককেও। এবার বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিভা অন্বেষণের কাজটা বিসিবি করবে ডিজিটাল পদ্ধতিতে।

করোনাভাইরাসের মধ্য যেহেতু সশরীরে ক্রিকেটার বাছাই কার্যক্রম চালানো কঠিন, এবার তাই ক্রিকেটারদের দক্ষতার ভিডিও দেখেই বয়স ভিত্তিক ক্রিকেটের প্রাথমিক বাছাই শেষ করবে বিসিবি।

অনূর্ধ্ব-১৪ থেকে ১৮ প্রাক বাছাইপর্বে অংশ নিতে নিজেদের দক্ষতার ভিডিও পাঠানোর প্রক্রিয়া বিস্তারিত জানিয়েছে বিসিবি। এর প্রচারণায় বিসিবি কাজে লাগাচ্ছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটারদের। প্রচারণায় অংশ নিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও।

বয়সভিত্তিক ক্রিকেটের বাছাইয়ে অংশ নিতে খেলোয়াড়েরা নিজেরাই ভিডিও বানিয়ে সেটি হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইল করবে বিসিবির জেলা ও বিভাগীয় কোচদের। বিসিবির 'আগামীর বিশ্ব চ্যাম্পিয়নদের খোঁজে' নামের এই প্রচারণায় তামিম বলেছেন, 'করোনা পরিস্থিতির কারণে এ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেলা ও ঢাকা মহানগরে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮-এর পাক বাছাই পর্ব একটু ভিন্নভাবে করছে। জনসমাগম এড়িয়ে চলতে প্রাথমিক বাছাই পর্ব ভিডিও দেখে করা হবে।'

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন আকবর আলী

মুশফিক জানিয়েছেন আরও বিস্তারিত। উঠতি ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেছেন, 'ব্যাটিং, পেস বোলিং, স্পিন বোলিং কিংবা উইকেট কিপিং যেটাতে তুমি ভালো, ওটার একটা ভিডিও পাঠিয়ে দাও জেলার নির্দিষ্ট বয়সভিত্তিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা জেলা ও বিভাগীয় ক্রিকেট কোচের হোয়াটস অ্যাপ নাম্বার অথবা ইমেইল ঠিকানায়। ভিডিও তৈরির নিয়ম জানতে ডেমো ভিডিওটি দেখে নাও। প্রয়োজনে যোগাযোগ করো তোমার জেলা ক্রিকেট কোচের সঙ্গে।'

আকবর যোগ করেছেন, 'ভিডিও দেখে প্রাথমিকভাবে নির্বাচিতদের ডাকা হবে সরাসরি ট্রায়ালে। ভিডিও পাঠাও, নিজেকে চেনাও। একদিন তুমিও হতে পারো বিশ্ব চ্যাম্পিয়ন।'
ভিডিও করার সময় কী কী পদ্ধতি অনুসরণ করতে হবে, সেটি আরও ভালোভাবে জানা যাবে বিসিবির ফেসবুক পেজে।