ক্যান্সারে আক্রান্ত মোশাররফ রুবেল চলে গেলেন আজ
ক্যান্সারে আক্রান্ত মোশাররফ রুবেল চলে গেলেন আজ

ভালো থাকিস, বন্ধু...

২০১৯ সালের মার্চে মস্তিস্কে টিউমার ধরা পড়েছিল মোশাররফ হোসেন রুবেলের। সেটি থেকেই ক্যান্সার। রুবেলের ক্যান্সারের সঙ্গে লড়াই চলেছে তিন বছরেরও বেশি সময়। কদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার। তবে হুট করেই অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নিতে হয়। আজ ঢাকার একটি হাসপাতালে মাত্র ৪০ বছর বয়সেই মারা যান ঘরোয়া ক্রিকেটের সফল এই ক্রিকেটার। রুবেলের বিদায়ে শোকাতুর বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সবাই।

'রুবেল ভাই'কে মিস করবেন সৌম্য সরকার।

শোকাতুর বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

খুব বেশি কিছু লেখার ভাষা খুঁজে পাননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ...

শোকাতুর মুশফিকুর রহিমও।

স্তব্দ্ধ হয়ে পড়েছেন আইপিএল খেলতে ভারতে থাকা পেসার মোস্তাফিজুর রহমান।

বন্ধুকে ব্যক্তিগত প্রোফাইলে মাশরাফি বিন মুর্তজা বিদায় জানিয়েছেন এভাবে...

ঢাকার হয়ে বিপিএল খেলেছিলেন রুবেল। ২০১৩ সালের বিপিএলে ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন।

নুরুল হাসানের শোক...

মেহেদী হাসান মিরাজের প্রার্থনা।

ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল ছিলেন রুবেল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে তাঁর ছবি।

রুবেলকে দেশের অন্যতম সেরা স্পিনার বলেছেন সাকিব। ফেসবুকে লিখেছেন, 'দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।'