ভারত-পাকিস্তান সিরিজের ভাবনা, আপাতত আর না!
পাকিস্তানের চিন্তাভাবনা এখন এমনই। ভারতের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের এখন যা অবস্থা, তাতে দুই দলের ক্রিকেট সিরিজ এখন হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান তাই ভারত-পাকিস্তান সিরিজের ভাবনা আপাতত বাদ দিয়েছেন।
তিনি বরং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের শোনাচ্ছেন অন্য আশার গান। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর যে মহাপরিকল্পনা চলছে, সেটির অংশ হিসেবে আগামী বছর দুয়েকের মধ্যেই নাকি বড় চারটি দল যাবে পাকিস্তান সফরে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার ধকল অবশেষে আস্তে আস্তে কাটিয়ে উঠছে পাকিস্তান। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো দল পাকিস্তানে গিয়ে সিরিজ খেলে এসেছে। কিন্তু এখনো ক্রিকেটের স্বীকৃত বড় দলগুলোর কেউ পাকিস্তানে যায়নি। এর মধ্যে ভারত গেলে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া যে চূড়ান্ত সাফল্য পেয়েছে ধরে নেওয়া যাবে, সে নিয়ে সংশয় সামান্যই।
ক্রিকেট বাণিজ্যের দিক থেকে ভারতীয় ক্রিকেট দলের কোনো দেশ সফর করা সে দেশের জন্য সবচেয়ে প্রার্থিত। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা হিসেবে নিলে কোহলিদের পাকিস্তানে যাওয়া এমনিতেই অনেক জটিল। আর পাকিস্তানে সন্ত্রাসী হামলার শঙ্কা মাথায় নিলে ভারতের এই মুহূর্তে পাকিস্তান সফর অসম্ভব সম্ভব করার মতোই। সে হিসেবে ভারত পাকিস্তানে গেলে অন্য যে কোনো দেশের কাছেই পাকিস্তান নিজেদের নিরাপদ হিসেবে প্রমাণ করতে পারত।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান অবশ্য এসবের বাইরে অন্য আরেকটি বড় কারণকে ভারতের পাকিস্তান সফরের পথে বড় বাধা ভাবছেন। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনডটকমে ওয়াসিম বলেছেন, ‘(ভারতের পাকিস্তান সফরের) এই ধারণাটা থেকে আমাদের পুরোপুরিই সরে আসা উচিত। কারণ ভারতের বর্তমান সরকার যত দিন আছে, দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা খুব কম। পাকিস্তানের বিপক্ষে খেলার আগে বিসিসিআইকে (ভারতীয় ক্রিকেট বোর্ড) সরকারের অনুমতি নিতে হয়, এটাই সত্যি। সেটাকে হিসেবে নিলে, পাশাপাশি ভারতের বর্তমান সরকার, তাদের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে পাকিস্তানকে নিয়ে তাদের মত...সব মিলিয়ে নিকট ভবিষ্যতে পাকিস্তান ভারতের সঙ্গে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’
অন্য দলগুলোকে অসম্মান না করেই বলি, এই চারটি বড় দল পাকিস্তানে আসাটা আমাদের প্রাপ্য, এমন কিছুর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা। পাকিস্তানে এসব সফর হওয়া ক্রিকেটের জন্যই দরকারওয়াসিম খান, পিসিবির প্রধান নির্বাহী
সে জন্য পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘পাকিস্তানের ক্রিকেটের অনুসারীদের প্রতি আমার বার্তা থাকবে এটাই যে, (পাকিস্তানে ক্রিকেট ফেরানোর পথে) আমরা অনেকটা এগিয়ে গেছি। এখনো অনেক কাজ বাকি। কিন্তু ভারতের সঙ্গে খেলার ভাবনা বাদ দিয়েও পাকিস্তানের ক্রিকেটের সামনে অনেক কিছু আছে।’
ভারতকে বাদ দিয়ে এখন অন্য চারটি বড় দলের পাকিস্তান সফরের ভাবনায় মজে আছেন পিসিবি সিইও। কোন চার দেশ? ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আগামী দুই বছরে চার দেশের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা বিস্তারিত পরিকল্পনাই জানিয়েছেন ওয়াসিম, ‘২০২২ সালে ইংল্যান্ডকে আমাদের দেশে বরণ করে নেব, ২০২১ সালের জানুয়ারিতে নেব দক্ষিণ আফ্রিকাকে। তারপর নিউজিল্যান্ড আসবে, এরপর ২০২২ সালে অস্ট্রেলিয়াও আসবে।’
আন্তর্জাতিক দলগুলোর পাশাপাশি গত বছর কুমার সাঙ্গাকারার নেতৃত্বে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) পাকিস্তান সফর করে গেছে। এখন এই চারটি দলের পাশাপাশি ‘এ’ দলগুলোকেও পাকিস্তানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ওয়াসিমের। কিন্তু এই চারটি দলের সফরের দিকেই তাকিয়ে ওয়াসিম, ‘অন্য দলগুলোকে অসম্মান না করেই বলি, এই চারটি বড় দল পাকিস্তানে আসাটা আমাদের প্রাপ্য, এমন কিছুর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা। পাকিস্তানে এসব সফর হওয়া ক্রিকেটের জন্যই দরকার। সমর্থকেরাও তাঁদের মাটিতে বড় দলগুলোকে খেলতে দেখতে চাইবেন।’
এর আগে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান শেন ওয়াটসন পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল খেলে গিয়ে বলেছিলেন, পাকিস্তানে নিরাপত্তা অন্য যেকোনো দেশের মতোই। সেটি জানিয়ে ওয়াসিম বললেন, ‘আমরা এটাই চাই যাতে পাকিস্তানে কী হচ্ছে, সেটা নিয়ে মানুষের ভাবনা বদলায়।’