করোনার এই দুর্দিনে আপনজনের বিপদেও এগিয়ে আসছেন না অনেকে। অথচ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পড়ুয়া ভারতীয় ছাত্র শ্রেয়াস শ্রেষ্ঠর মানবিকতায় মুগ্ধ হয়ে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
বেঙ্গালুরুর যুবক শ্রেয়াস কম্পিউটার সায়েন্সে স্নাতক করছেন কুইন্সল্যান্ডে। লকডাউনের সময়ে নিজের উদ্যোগে খাবার প্যাকেট করে পৌঁছে দিচ্ছেন প্রতিবেশী ছাত্রদের বাড়িতে।
শ্রেয়াসের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়ে ওয়ার্নার এক ভিডিও টুইটে বলেন, ‘শুভ দিন। নমস্তে। কোভিড-১৯–এর এমন দুর্যোগে শ্রেয়াস শ্রেষ্ঠর নিঃস্বার্থমূলক এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। শ্রেয়াস কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ছে। ও যে কাজ করছে, সেটার জন্য অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত, ওর এমন কাজের জন্য ওর মা–বাবাও অনেক গর্বিত। শুধু তা–ই নয়, পুরো ভারতবাসী তোমার জন্য গর্বিত। এই মহৎ কাজ চালিয়ে যাও। কারণ, আমরা তোমার সঙ্গে আছি।’
শুধু শ্রেয়াস নন, সম্প্রতি অস্ট্রেলিয়াপ্রবাসী আরেক ভারতীয় শ্যারন ভারগেজের মহৎ কাজের প্রশংসা করেছেন সাবেক অসি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। শ্যারন ভারগেস করোনার সময়ে বয়স্ক মানুষদের যত্ন নিচ্ছেন।
শ্যারনের এই কাজ দেখে গিলক্রিস্ট বলেন, ‘শ্যারন, আমি তোমার নিঃস্বার্থ কাজের জন্য অভিনন্দন জানাই। পুরো অস্ট্রেলিয়া, পুরো ভারতই তোমার কাজের জন্য গর্বিত। নিশ্চয় তোমার পরিবারের সবাই তোমার জন্য গর্বিত। তুমি এটা চালিয়ে যাও। আমরা সবাই তোমার সঙ্গে আছি।’