>মুম্বাইয়ে ২০১১ বিশ্বকাপের ফাইনালে নিজের বাড়ির পাশের মাঠে বিশ্বকাপ জিতেছেন শচীন টেন্ডুলকার। সেবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারতের ছেলেরা। রোববার মেলবোর্নে ভারতের মেয়েদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে
আর মাত্র দুই দিনের অপেক্ষা। ছেলেদের ক্রিকেট এর আগে ওয়ানডেতে দুটি আর টি-টোয়েন্টিতে একটি বিশ্বকাপের আনন্দে দেশের ১২০ কোটি মানুষকে ভাসালেও, সে উপলক্ষ পায়নি ভারতের মেয়েরা। এবার প্রথম বিশ্বকাপের স্বপ্নে বিভোর ভারতের মেয়েদের ক্রিকেট। যে স্বপ্ন পূরণের পথে শেষ বাধা হয়ে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মেয়েরা। আগামী পরশু মেলবোর্নে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে দু দল।
ফাইনালে নামার আগে বিশ্বকাপ জয়ের একটা টোটকা ভারতের মেয়েরা পেয়েছেন ভারতের ছেলেদের ক্রিকেটের সর্বশেষ বিশ্বকাপে জড়িয়ে থাকা এক কিংবদন্তির কাছ থেকে—শচীন টেন্ডুলকার! নিজের বাড়ির পাশের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ২০১১ বিশ্বকাপ জেতা ভারতীয় ব্যাটিং কিংবদন্তির পরামর্শ, ‘বাইরের কারও কথায় কান দিও না। চাপ রেখো না। আর দুবছর আগে লর্ডসের সেই ফাইনালের কথা ভুলে যাও।’
লর্ডসের কোন ফাইনাল? দুবছর আগে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলেন ভারতের মেয়েরা। কিন্তু ইংল্যান্ডের কাছে সে ম্যাচটা হেরে রানার্সআপ হয়েই বাড়ি ফেরেন। এবার আবার আরেক বিশ্বকাপের ফাইনাল, প্রতিপক্ষ বিশ্বকাপের আয়োজক দেশের দল। এবারও কান্নাই সঙ্গী হবে ভারতের?
তা যাতে না হয়, সে জন্যই হারমানপ্রীত করের দলের প্রতি টেন্ডুলকারের পরামর্শ, ‘লর্ডসের ওই হারের স্মৃতিটাকে ঝেঁটিয়ে বিদায় করে দাও। ওটাকে মন থেকে মুছে ফেলো, চাপ নিও না।’ মুম্বাইয়ে কাল এক বইয়ের উন্মোচন অনুষ্ঠানে অতিথি হয়ে আসা টেন্ডুলকার এরপরই খুলে দিলেন তাঁর ২০১১ বিশ্বকাপের স্মৃতি, ‘জানি এসব বলা (চাপ না নেওয়ার কথা) যতটা সহজ, করা ততটা নয়। কারণ, ২০১১ বিশ্বকাপে যখন খেলেছিলাম, যাঁর সঙ্গেই দেখা হতো বলতেন, অন্য যে কোনো দলের কাছে হারতে পারো, কিন্তু পাকিস্তানকে হারাতেই হবে তোমাদের!’
সে চাপটা কীভাবে কাটিয়ে উঠেছেন, তা-ও জানিয়েছেন টেন্ডুলকার, ‘কিন্তু একটা দল হিসেবে আপনাকে শিখতে হবে কীভাবে এমন চাপের সময়ে একসঙ্গে থাকতে হয়। এই মুহূর্তে দলের বাইরের দুনিয়ার সঙ্গে অত বেশি সময় কাটিয়ো না। একে অন্যের পাশেই থাকো, ফাইনাল পর্যন্ত একে অন্যের সঙ্গেই থাকো। আশা করি তোমরাই সফল হবে।’
ওয়ানডে বিশ্বকাপে দুবার রানার্সআপ হলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম বিশ্বকাপ ফাইনালে ভারতের মেয়েরা। সেটিও কী সৌভাগ্যপ্রসূত! বৃষ্টিবাধায় গতকাল সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেমিফাইনাল ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি। সেমিফাইনালে রিজার্ভ ডে-ও রাখা ছিল না। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সের ভিত্তিতে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপ থেকে সেরা হয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত, আর ইংল্যান্ড ছিল ‘বি’ গ্রুপের রানার্সআপ। তাই ভারতই ফাইনালে। পরে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।