অস্ট্রেলিয়ার সঙ্গে কাল টেস্টে নাটকীয় ড্র পেয়েছে পাকিস্তান
অস্ট্রেলিয়ার সঙ্গে কাল টেস্টে নাটকীয় ড্র পেয়েছে পাকিস্তান

ভারতকে দেখে পাকিস্তানকে শিখতে বলছেন আকিব জাভেদ

দুই টেস্ট, দুটিই ড্র। ম্যাচের কোনো কিছু না দেখে শুধু ফলের হিসাবে যদি কেউ বিবেচনা করতে যান, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের তিন টেস্টের সিরিজ দুই টেস্ট শেষে ম্যাড়মেড়েই লাগবে তাঁর কাছে।

ম্যাচের গল্প অবশ্য বলবে, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টটি ঠিকই ম্যাড়মেড়ে ছিল, কিন্তু করাচিতে গতকাল শেষ হওয়া দ্বিতীয় টেস্ট পুরো ১৮০ ডিগ্রি বিপরীত। বিশেষ করে টেস্টের শেষ দিন গতকাল যে অসাধারণ রোমাঞ্চ নিয়ে এসেছে, বাবর-রিজওয়ান-শফিকদের ব্যাটে যেভাবে অসম্ভবকে সম্ভব করে টেস্টটি ড্র করে ফেলল পাকিস্তান, সেটি অনেক দিন মনে থেকে যাবে ক্রিকেটপ্রেমীদের।

পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ

কিন্তু গল্পটা যেমনই হোক, দিন শেষে তো এই টেস্ট জয়-পরাজয় দেখেনি! নিজেদের মাটিতে নিজেদের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে কেন পাকিস্তান জিততে পারছে না, এ নিয়ে খুব বিরক্ত পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। ভারতের উদাহরণ টেনে পাকিস্তানের পিচ কিউরেটরদের তিনি বলেছেন ভারতকে দেখে শিখতে!

সিরিজের দুই টেস্টেই আগে ব্যাট করা দল প্রথম ইনিংসে ৪৫০-এর বেশি রান করেছে। সে রান আবার এসেছে দুদিনে, রানের গতি ছিল খুবই ধীর। প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবে অস্ট্রেলিয়াও একই ঢংয়ে ব্যাটিং করায় সে টেস্টে জয়-হারের প্রশ্নই ওঠেনি। সেই টেস্টের পিচ নিয়ে আইসিসির কাছে বকুনিও খেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাবরের পর রিজওয়ানের শতকে ম্যাচ বাঁচাতে পেরেছে পাকিস্তান

দ্বিতীয় টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ধসে পড়ায় অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ দুদিনে ১৭১.৪ ওভারজুড়ে দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান টেস্ট বাঁচালেও দুই টেস্টের কোনোটির পিচই আকিব জাভেদের মন জোগাতে পারেনি।

‘অন্য কোথাও যাওয়ার কী দরকার? আমি তো বলব, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো পিচগুলোর কিউরেটরদের কাছ থেকে জেনে নাও কীভাবে তারা এমন স্পিন-সহায়ক পিচ বানায়, যেটা ভারতের স্পিনারদের দাপট দেখাতে সাহায্য করে। আমি অবাক হচ্ছি, পাকিস্তান কেন এত দিনে এমন পিচ বানাতে পারল না, যেটা আমাদের স্পিনারদের সাহায্য করবে’—নিজের ইউটিউব চ্যানেলে আকিবের খেদের প্রকাশ। কে জানে, হয়তো পিসিবি ও পাকিস্তানের কিউরেটরদের একটু গায়ে জ্বলুনি ধরাতেই কথাগুলো এভাবে বলেছেন!

ম্যাচ শেষে দুই অধিনায়ক বাবর ও কামিন্স

তবে আকিব জাভেদের কথার আগেই যে আগামী সোমবার লাহোরে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের পিচ নিয়ে ভাবতে শুরু করেছে পিসিবি, সেটি বোঝা যায় পাকিস্তানের সংবাদমাধ্যমের নতুন এক খবরে।

তৃতীয় টেস্টের পিচ কীভাবে বানানো যায়, এ নিয়ে আইসিসির একাডেমির প্রধান কিউরেটর টবি লুমসডেনের কাছে পরামর্শ চেয়েছে পিসিবি।

পিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিকে সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমের খবর, শুধু এ টেস্টই নয়, পাকিস্তানজুড়েই পিচগুলোকে আরও ভালো করার ইচ্ছা আছে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার।

পিসিবির সেই সূত্র জানান, সে ক্ষেত্রে লুমসডেনের সঙ্গে চুক্তিটা আরও লম্বা হতে পারে পিসিবির, যে চুক্তি অনুযায়ী পাকিস্তানের কিউরেটরদেরও খুঁটিনাটি শেখাবেন লুমসডেন।