অনেকের চোখেই পরিসংখ্যান ‘আস্ত গাধা’! শুধু পরিসংখ্যান দেখে কোনো কিছু বিচার করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকায় বিশেষণটি জুটেছে। তাই যদি হয় তবে র্যাঙ্কিংয়ের বেলায় কী হওয়া উচিৎ?
অস্ট্রেলিয়ার পত্রিকা ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে উত্তরটা মাইকেল ভন। দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়কের কাছে ক্রিকেটে র্যাঙ্কিং ‘আবর্জনা’ ছাড়া আর কিছুই নয়। সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডকে দুইয়ে ও ইংল্যান্ডকে চারে দেখেই মন্তব্যটা করেছেন ভন। এই দুটি দল র্যাঙ্কিংয়ে কীভাবে এত ওপরে থাকে সেটি নিয়েই প্রশ্ন তুলেছেন ৮২টি টেস্ট খেলা সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান।
দুই দলের টেস্ট পরিসংখ্যানকে সাক্ষী মেনেই নিজের মতামত দিয়েছেন ভন, ‘আইসিসি র্যাঙ্কিং নিয়ে সত্যি কথাটা বলতেই হবে। আমি মনে করি ওগুলো শুধুই আবর্জনা! নিউজিল্যান্ড গত দুই বছরে অনেক সিরিজ জিতেছে এটা মনেই রেখেই বলছি ওরা কীভাবে দুইয়ে থাকে। ইংল্যান্ড টেস্টে তৃতীয় (আসলে চতুর্থ) স্থানে রাখাটাও তো ভুল।’
নিজের দেশকেও কেন ওপরের দিকে দেখতে চান না সেই ব্যাখ্যায় ভন বলছেন, ‘সর্বশেষ তিন-চার বছরে ওরা টেস্টে বিশেষ করে ঘরের বাইরে হাঁসফাঁস করছে। ওরা শুধু ঘরের মাঠে সিরিজ জিতেছে। ইংল্যান্ডেই ওরা অ্যাশেজটা জিততে পারল না। হারাল তো শুধু আয়ারল্যান্ডকে। আমি মনে করি র্যাঙ্কিং বিভ্রান্তিকর। আমার চোখে নিউজিল্যান্ড বিশ্বের দ্বিতীয় সেরা দল নয়। আমি মনে করি অস্ট্রেলিয়া অনেক ভালো টেস্ট দল।’
‘অনেক ভালো’ দল অস্ট্রেলিয়া সর্বশেষ র্যাঙ্কিংয়ে আছে পঞ্চম স্থানে। ভনের মতে টেস্টে অস্ট্রেলিয়ার জুড়ি হতে পারে শুধু ভারত, ‘কোনো প্রশ্ন ছাড়াই আমার চোখে ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দুই টেস্ট দল। মাত্র ১২ মাস আগেই অস্ট্রেলিয়ায় এসে একমাত্র ভারতই যা একটু চাপে ফেলতে পেরেছিল স্বাগতিকদের। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় চোখে চোখ রেখে লড়াই শুধু ভারতই করতে পারবে।’